আন্তর্জাতিক

Mikheil Kavelashvili | দেশ চালাবেন প্রাক্তন ফুটবলার! জর্জিয়ার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত মিখাইল কাভেলাশভিলি

Mikheil Kavelashvili | দেশ চালাবেন প্রাক্তন ফুটবলার! জর্জিয়ার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত মিখাইল কাভেলাশভিলি
Key Highlights

দেশের দায়িত্ব সামলাবেন ম্যাঞ্চেস্টার সিটির প্রাক্তন তারকা ফুটবলার মিখাইল কাভেলাশভিলি।

খেলার মাঠের পর এবার দেশের দায়িত্ব সামলাবেন ম্যাঞ্চেস্টার সিটির প্রাক্তন তারকা ফুটবলার মিখাইল কাভেলাশভিলি। ১৯৮৮ সালে সিনিয়র ফুটবল কেরিয়ার শুরু করেন তিনি। বেশিরভাগ সময় তিনি জর্জিয়ার ক্লাব ডিনামো তিবিলিসিতে খেলেছেন। ১৯৯৫ সালে তিনি ম্যাঞ্চেস্টার সিটিতে যোগ দেন। দুটো মরশুম এই ক্লাবে থেকে তিনি মোট ২৮টি ম্যাচ খেলেন। ২০০৬ সালে ফুটবল থেকে অবসর নেন তিনি। এরপর ফুটবল ছেড়ে যোগ দেন রাজনীতিতে। সম্প্রতি জর্জিয়ায় নির্বাচন হয়। সেখানে সংসদের ভোটে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত মিখাইল কাভেলাশাভিলি।