Jagbir Singh । গুরুতর অসুস্থ ভারতীয় হকি দলের প্রাক্তন কোচ জগবীর সিং, হৃদরোগের জেরে ভর্তি ICUতে

Sunday, January 5 2025, 3:36 am
highlightKey Highlights

হৃদরোগে আক্রান্ত হয়ে ICUতে ভর্তি প্রাক্তন হকি প্লেয়ার এবং কোচ জগবীর সিং।


হৃদরোগে আক্রান্ত হলেন হকি প্লেয়ার তথা ভারতীয় হকি দলের প্রাক্তন কোচ জগবীর সিং। সূত্রের খবর, শুক্রবার টিম গোনাসিকার প্র্যাক্টিস সেশনে গিয়েছিলেন তিনি। হোটেলে ফিরে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে তড়িঘড়ি হসপিটালে নিয়ে যাওয়া হয় তাঁকে। স্বাস্থ্য পরীক্ষা চলাকালীন তাঁর হার্টএট্যাক হয়। তৎক্ষণাৎ তাঁকে ICUতে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। ১৯৮৫ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ভারতের হয়ে হকিতে প্রতিনিধিত্ব করেছেন তিনি। ২০০৪ সালে অলিম্পিক্সে ভারতীয় হকি দলের কোচ ছিলেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File