S Jaishankar | ট্রাম্পের শুল্ক চাপানোর ঘটনাকে ভারতের জন্য 'সুযোগ' হিসেবে দেখেছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর!

Wednesday, April 9 2025, 12:01 pm
highlightKey Highlights

রাইজিং ভারত সামিট ২০২৫ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ট্রাম্পের শুল্ক বৃদ্ধির ঘোষণা ভারতের জন্য বড় সুযোগ।


ট্রাম্পের শুল্কনীতির প্রভাবে ধস নেমেছে বিশ্ববাজারে। তবে এই শুল্ক আরোপ করার ঘটনাকে ‘সুযোগ’ হিসেবে দেখছেন বিদেশমন্ত্রী। রাইজিং ভারত সামিট ২০২৫ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ট্রাম্পের শুল্ক বৃদ্ধির ঘোষণা ভারতের জন্য বড় সুযোগ। ভারতের উপর শুল্কের প্রভাব কতটা পড়বে, তা নিয়ে এখনও বলার সময় এখনও আসেনি বলেও জানিয়েছেন তিনি। মার্কিন প্রশাসনের সঙ্গে ভারতের কৌশল কেমন হবে তার একটা ইঙ্গিতও দিয়েছেন জয়শঙ্কর। উল্লেখ্য, ভারতের উপর ২৬ শতাংশ ট্যারিফ বসিয়েছেন ট্রাম্প। বুধবার থেকে কার্যকর হয়েছে সেই শুল্ক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File