খেলাধুলা

বিশ্বকাপে সৌদি আরবের বিরুদ্ধে লজ্জাজনক হারের পর আর্জেন্টিনা ভক্তদের কটাক্ষ ব্রাজিলীয়দের

বিশ্বকাপে সৌদি আরবের বিরুদ্ধে লজ্জাজনক হারের পর আর্জেন্টিনা ভক্তদের কটাক্ষ ব্রাজিলীয়দের
Key Highlights

ফুটবল প্রেমীদের অবাক করে ২০২২ সালের বিশ্বকাপের প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে পরাজিত হল আর্জেন্টিনা।

বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনার পরাজয় নিয়ে বেশ মজা নিচ্ছে ব্রাজিল ভক্তরা। বিভিন্ন ভাবে মজা এবং কটাক্ষ করে ভরিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়া।

প্রতিদ্বন্দ্বীতার জেরে আর্জেন্টিনার হার ব্রাজিলের কাছে পরম আনন্দের, বর্তমানে এটি সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং টপিক হয়ে উঠেছে

ব্রাজিল আর আর্জেন্টিনা একে অপরের বিপক্ষে খেলুক বা না খেলুক প্রতিদ্বন্দ্বী  চির প্রতিদ্বন্দ্বী। কেউই কোনও সুযোগ ছাড়ে না একে অপরকে কটাক্ষ করার। আর এবারে যা ঘটেছে তা এক্কেবারে যা তা। প্রথম ম্যাচেই চরম হার আর্জেন্টিনার। তাও আবার আরবের কাছে। ফিফার তালিকায় তারা ৫১ তম স্থানে রয়েছে। তাঁদের কাছে বিশ্বের অন্যতম ফুটবল শক্তিধর দেশের হেরে যাবে এটা ভাবনার বাইরে ছিল। ব্রাজিলও ভাবেইনি এমনটা হবে। কিন্তু সুযোগ ছাড়া যাবে না। তাই তারা এক্কেবারে কোমর বেঁধে নেমে পড়েছে।

আর্জেন্টিনা এখন ব্রাজিলে ট্রেন্ডিং টপিক হয়ে গিয়েছে। কেউ সরাসরি বলছে এই বিশ্বকাপে তাঁদের দ্বিতীয় সবথেকে বড় চাহিদা হল আর্জেন্টিনা এবং লিওনেল মেসি হেরে যেতে দেখা। কেউ বলছেন যে ব্রাজিলীয়দের জীবনে তিনটি সুখ আছে। একটি হল বারবিকিউ, একটি হল ছুটির দিন এবং তৃতীয়টি হল আর্জেন্টিনার কান্না। কেউ একজন ব্রাজিলের জার্সি পড়ে ছবি দিয়ে লিখেছেন 'আমার জন্য কেঁদোনা আর্জেন্টিনা'। কেউ আবার আর্জেন্টিনার পতাকার মাঝে থাকা সূর্যের ছবিকে কান্নার ইমোজি দিয়ে পূর্ন করে দিয়েছে।

কেউ আবার জার্মান ভাষায় লিখে দিয়েছে 'আর্জেন্টিনা পর্যুদস্ত হয়ে গিয়েছে'। কেউ আবার জেব্রার ছবি ব্যবহার করছে। এর অর্থ ব্রাজিলের কাছে বিপর্যয়। জেব্রা বিশ্বকাপে থাকা দারুন বিষয়। আর্জেন্টিনার সঙ্গে জেব্রা থাকা মানে আরও আনন্দের। এমন কথাও বলছে অনেকে।



West Bengal Weather | প্রচন্ড গরমের মধ্যেই তাপপ্রবাহের 'লাল' সতর্কতা! আগামী তিন দিনে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে তাপমাত্রা!
Monks | পাশ করা IIT-র মতো দেশ-বিদেশের নামী বিশ্ববিদ্যালয় থেকে! লক্ষ টাকার চাকরি পেয়েও সব মোহো ত্যাগ করে আজ তারা সন্ন্যাসী!
West Bengal Weather | সপ্তাহের প্রথম দিনেই আংশিক মেঘলা আকাশ দিচ্ছে কিছুটা স্বস্তি! রাজ্যের তিন জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস! কমতে পারে তাপমাত্রাও!
Bird Flu | আমেরিকার পর ভারতেও দুধে মিলল বার্ড ফ্লু ভাইরাসের H5N1 স্ট্রেইনের হদিশ! খাওয়া-দাওয়া নিয়ে সতর্ক করলো ওহ!
১০০ টি প্রয়োজনীয় ফ্যাক্ট| 100 interesting life hack in Bengali
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
মহাপ্রভু শ্রীচৈতন্য | চৈতন্যদেবের জীবনকাহিনী | Lifestory of Chaitanya Mahaprabhu in Bengali