China Floods | টানা ঝড়বৃষ্টিতে বন্যা পরিস্থিতি চিনে! প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু ৩০ জনের, উদ্ধার ৮০ হাজার নাগরিক!

লাগাতার ঝড়বৃষ্টির এররভয়াবহ বন্যা পরিস্থিতি চিনে। দুর্যোগে বিপর্যস্ত রাজধানী বেজিং।
লাগাতার ঝড়বৃষ্টির জেরে ভয়াবহ বন্যা পরিস্থিতি চিনে। দুর্যোগে বিপর্যস্ত রাজধানী বেজিং। এখনও পর্যন্ত একটানা ঝড়বৃষ্টিতে মৃত্যু হয়েছে অন্তত ৩০ জনের। বেজিং শহরের পৌরনিগমের বন্যা নিয়ন্ত্রণ দপ্তর জানিয়েছে, উত্তর শহরতলির পাহাড়ি এলাকা মিউন এবং ইয়ানকিংয়ে সব থেকে বেশি ৫৪৩.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। মিউনে মৃত্যু হয়েছে ২৮ জনের। ২ জন মারা গিয়েছেন ইয়ানকিংয়ে। একটানা দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১টি গুরুত্বপূর্ণ রাস্তা। বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন ১৩৬টি গ্রামে। ইতিমধ্যে প্রায় ৮০ হাজার মানুষকে নিরাপদ স্থানে নিয়ে আসা হয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- চিন
- চীন
- বন্যা
- প্রাকৃতিক দুর্যোগ