Bangladesh Flood | বাংলাদেশের ১২ জেলায় আকস্মিক বন্যা! আটকে রয়েছেন ৩৬ লাখ মানুষ

Friday, August 23 2024, 12:08 pm
highlightKey Highlights

ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশে। ত্রিপুরায় গোমতী নদীর অববাহিকা এলাকায় রেকর্ড ভাঙা প্রবল বর্ষণের জেরে বাংলাদেশের ১২ জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে।


ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশে। ত্রিপুরায় গোমতী নদীর অববাহিকা এলাকায় রেকর্ড ভাঙা প্রবল বর্ষণের জেরে বাংলাদেশের ১২ জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। জানা গিয়েছে, এ পরিস্থিতে আটকে রয়েছেন ৩৬ লাখ মানুষ। জলে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইতিমধ্যেই ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বন্যা দেখা দিয়েছে ফেনী, কুমিল্লা, নোয়াখালি, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায়। বন্যার জেরে ডুবে রয়েছে রেললাইন। ফলে রেল যোগাোগ বিচ্ছিন্ন চট্টগ্রাম ও সিলেট। ঢাকা–চট্টগ্রাম সড়কও জলের তলায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File