Kashmir Pandit Houses | কাশ্মীরে পণ্ডিত সম্প্রদায়ের ৫টি বাড়ি আগুন! দুর্ঘটনা নাকি নাশকতার ছক?
Tuesday, July 30 2024, 1:09 pm
Key Highlightsসোমবার রাতে, দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার মাত্তান এলাকায়,কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের পাঁচটি বাড়িতে আগুন লাগে।
কাশ্মীরে আগুনে পুড়ে ছাই পণ্ডিত সম্প্রদায়ের বাড়ি। সোমবার রাতে, দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার মাত্তান এলাকায়,কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের পাঁচটি বাড়িতে আগুন লাগে। বাড়িগুলি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। এই অগ্নিকান্ড কীভাবে হয়েছে সেটি এখনও স্পষ্ট নয়। তবে কাশ্মীরের বাইরে বসবাসকারী কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের সদস্যদের অভিযোগ, এই আগুন কাশ্মীরি পণ্ডিতদের হুমকি দেওয়ার চেষ্টায় লাগানো হয়েছে। কাশ্মীর শারদাপীঠ আস্থাপনের সভাপতি জানান, ওই বাড়িগুলির বাসিন্দারা বাইরে থাকেন। তাই শর্ট সার্কিট বা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লাগার সম্ভাবনা নেই।
- Related topics -
- জম্মু-কাশ্মীর
- কাশ্মীর
- নাশকতা
- অগ্নিকান্ড

