RG Kar Hospital | আর জি কর মেডিক্যালে আগুন! দাউ দাউ করে জ্বলে উঠলো মাইক্রোবায়োলজি বিভাগের হট এয়ার ওভেন

Thursday, December 5 2024, 9:51 am
highlightKey Highlights

হাসপাতাল সূত্রে খবর, দাউ দাউ করে জ্বলে ওঠে মাইক্রোবায়োলজি বিভাগের হট এয়ার ওভেন।


হঠাৎ আগুন লাগলো আর জি কর মেডিক্যালে! হাসপাতাল সূত্রে খবর, দাউ দাউ করে জ্বলে ওঠে মাইক্রোবায়োলজি বিভাগের হট এয়ার ওভেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। যদিও দমকলের ইঞ্জিন পৌঁছনোর আগেই সিআইএসএফ ও হাসপাতালের নিরাপত্তারক্ষীরা আয়ত্তে আনে পরিস্থিতি। প্রাথমিকভাবে আগুন আয়ত্তে আনার কাজে হাত লাগায় বিভাগের কর্মী, পুলিশ, CISF সহ অন্যান্যরা। ঘণ্টাখানেক আর জি কর মেডিক্যালে রাখা রয়েছে দমকলের ইঞ্জিন। বৃহস্পতিবারের এই অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে হাসপাতালে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File