Maha Kumbh in Fire | আবারও মহাকুম্ভে জ্বলছে আগুন, ভরসন্ধ্যায় পুড়ছে একের পর এক তাঁবু

শেষবারও এই সেক্টর ১৮এর লেগেছিল আগুন। সেই ঘটনার ঠিক এক সপ্তাহের মধ্যে আবার দাউদাউ করে জ্বলে উঠল মহাকুম্ভের এই এলাকা।
আবারও জন্যে আগুন লেগেছে মহাকুম্ভে। আগুনে ঝলসাচ্ছে একের পর এক তাঁবু। সূত্রের খবর, আগুন লেগেছে সেক্টর ১৮ ও সেক্টর ১৯এর মাঝখানের এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী। এলাকায় পৌঁছেছে, জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলার দলও। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। এখনও অবধি কোনো হতাহতের খবর নেই। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। এনিয়ে তদন্ত চালাচ্ছে স্থানীয় পুলিশ। প্রসঙ্গত, গত ২৮ দিনে এই নিয়ে চতুর্থবার অগ্নিসংযোগের ঘটনা ঘটল মেলা চত্বরে।