রাজ্য

আগুনে ভস্মীভূত হয়ে গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ল্যাব

আগুনে ভস্মীভূত হয়ে গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ল্যাব
Key Highlights

Jadavpur University-র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি ল্যাবরেটরিতে আগুন লেগে একটি অংশ পুরোপুরি ভস্মীভূত হয়েছে। প্রাথমিক ধারণা, বিদ্যুতের ওয়্যারিংয়ের খারাপ অবস্থা থেকে এই আগুন লাগতে পারে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি ল্যাবরেটরিতে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হল। ল্যাবের একটি অংশ পুরোপুরি ভস্মীভূত হয়েছে। বুধবার মাঝরাতে ইলেকট্রিক্যাল বিভাগের পাঁচ তলায় ইলিউমিনেশন ল্যাবে । আর একটি অংশেও ক্ষতির পরিমাণ বেশ খানিকটা। বিভাগীয় শিক্ষক-গবেষকদের একাংশের ধারণা, বিদ্যুতের ওয়্যারিংয়ের খারাপ অবস্থা থেকে এই আগুন লাগতে পারে। একই কারণ সন্দেহ করছে দমকলও। যদিও বিশ্ববিদ্যালয়ের তরফে আসল কারণ খতিয়ে দেখতে ফরেন্সিক দলকে খবর দেওয়া হচ্ছে। পাশাপাশি একটি তদন্ত কমিটিও গঠন করা হচ্ছে বলে উপাচার্য সুরঞ্জন দাস জানিয়েছেন।

আগুন লাগার সময়ে ওই বিভাগেরই একদল পড়ুয়া, গবেষক, অধ্যাপকরা গবেষণার কাজ করছিলেন ভবনের বাইরে। সাধারণত আলোক বিজ্ঞানের নানা কাজ এই ল্যাবে হয়। গভীর রাত পর্যন্ত এই ল্যাবেও কাজ করেন গবেষকরা। ফলে ভাগ্যক্রমে বড়সড় দুর্ঘটনা বা প্রাণহানির মতো ঘটনা এড়ানো গিয়েছে।

আমাদের বহু গুরুত্বপূর্ণ যন্ত্র, কম্পিউটার, ল্যাপটপ, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। ১২ বছর ধরে তিলে তিলে এই ল্যাব গড়ে তোলা হয়েছিল। দেশে এমন ল্যাব রয়েছে হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠানেই। বহু বছরের গবেষণার বহু গুরুত্বপূর্ণ তথ্য, যন্ত্র, থিসিস পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। ফোটোমেট্রিক, লাইট মেজারিং, থার্মাল ইমেজার, ক্রোমা মিটার, পিসিবি মেকার, বিভিন্ন লেসার ইনস্ট্রুমেন্ট পুড়ে গিয়েছে। প্রাথমিক ভাবে মনে হচ্ছে ৫ কোটি টাকার আশেপাশে এই ক্ষতির পরিমাণ।

বিভাগীয় প্রধান শাশ্বতী মজুমদার

দমকল সূত্রে খবর, রাত দেড়টা নাগাদ আগুন লেগেছিল ল্যাবে। কিছুক্ষণের মধ্যেই দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। ভোর সাড়ে পাঁচটার পর আগুন নিয়ন্ত্রণে আসে। 


Uttarakhand | ১৫টি জায়গার নাম বদল করলো উত্তরাখণ্ড সরকার! তালিকায় রয়েছে হরিদ্বার, দেরাদুন, নৈনিতালের মতো জায়গা!
Earthquake | ৭.১ মাত্রার জোরালো ভূমিকম্পে কাঁপলো প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র 'টোঙ্গা', সুনামির আশংকায় বিশ্ব!
Amazon-Flipkart | মিক্সার গ্রাইন্ডার থেকে গিজার সবই নকল! আমাজন ও ফ্লিপকার্টের গুদাম অভিযানে চক্ষু ছানাবড়া পুলিশের
Immigration and Foreigners Bill | ‘দেশটা কোনও ধর্মশালা নয়’! লোকসভায় পাশ হলো ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল, ২০২৫’!
Durgapur Barrage Bridge | ১৯৬৪ সালের পর প্রথমবার, সংস্কার হবে দুর্গাপুর ব্যারাজ ব্রিজের! তার আগে তৈরী হবে বিকল্প পথ!
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo