রাজ্য

আগুনে ভস্মীভূত হয়ে গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ল্যাব

আগুনে ভস্মীভূত হয়ে গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ল্যাব
Key Highlights

Jadavpur University-র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি ল্যাবরেটরিতে আগুন লেগে একটি অংশ পুরোপুরি ভস্মীভূত হয়েছে। প্রাথমিক ধারণা, বিদ্যুতের ওয়্যারিংয়ের খারাপ অবস্থা থেকে এই আগুন লাগতে পারে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি ল্যাবরেটরিতে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হল। ল্যাবের একটি অংশ পুরোপুরি ভস্মীভূত হয়েছে। বুধবার মাঝরাতে ইলেকট্রিক্যাল বিভাগের পাঁচ তলায় ইলিউমিনেশন ল্যাবে । আর একটি অংশেও ক্ষতির পরিমাণ বেশ খানিকটা। বিভাগীয় শিক্ষক-গবেষকদের একাংশের ধারণা, বিদ্যুতের ওয়্যারিংয়ের খারাপ অবস্থা থেকে এই আগুন লাগতে পারে। একই কারণ সন্দেহ করছে দমকলও। যদিও বিশ্ববিদ্যালয়ের তরফে আসল কারণ খতিয়ে দেখতে ফরেন্সিক দলকে খবর দেওয়া হচ্ছে। পাশাপাশি একটি তদন্ত কমিটিও গঠন করা হচ্ছে বলে উপাচার্য সুরঞ্জন দাস জানিয়েছেন।

আগুন লাগার সময়ে ওই বিভাগেরই একদল পড়ুয়া, গবেষক, অধ্যাপকরা গবেষণার কাজ করছিলেন ভবনের বাইরে। সাধারণত আলোক বিজ্ঞানের নানা কাজ এই ল্যাবে হয়। গভীর রাত পর্যন্ত এই ল্যাবেও কাজ করেন গবেষকরা। ফলে ভাগ্যক্রমে বড়সড় দুর্ঘটনা বা প্রাণহানির মতো ঘটনা এড়ানো গিয়েছে।

আমাদের বহু গুরুত্বপূর্ণ যন্ত্র, কম্পিউটার, ল্যাপটপ, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। ১২ বছর ধরে তিলে তিলে এই ল্যাব গড়ে তোলা হয়েছিল। দেশে এমন ল্যাব রয়েছে হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠানেই। বহু বছরের গবেষণার বহু গুরুত্বপূর্ণ তথ্য, যন্ত্র, থিসিস পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। ফোটোমেট্রিক, লাইট মেজারিং, থার্মাল ইমেজার, ক্রোমা মিটার, পিসিবি মেকার, বিভিন্ন লেসার ইনস্ট্রুমেন্ট পুড়ে গিয়েছে। প্রাথমিক ভাবে মনে হচ্ছে ৫ কোটি টাকার আশেপাশে এই ক্ষতির পরিমাণ।

বিভাগীয় প্রধান শাশ্বতী মজুমদার

দমকল সূত্রে খবর, রাত দেড়টা নাগাদ আগুন লেগেছিল ল্যাবে। কিছুক্ষণের মধ্যেই দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। ভোর সাড়ে পাঁচটার পর আগুন নিয়ন্ত্রণে আসে। 


Cyclone Fengal | বঙ্গোপসাগরে নিম্নচাপ পরিণত হচ্ছে গভীর নিম্নচাপে! পরের সপ্তাহেই ল্যান্ডফল ঘূর্ণিঝড় ফেনজ়লের
Adani | আদানির বিরুদ্ধে ঘুষের মামলার খবর প্রকাশ্যে আসতেই বড় ঘোষণা আদানি সংস্থার, আনা হচ্ছে না ৬০০ মিলিয়ন ডলারের বন্ড
Cyclone Fengal | নভেম্বরেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'ফেনজাল'! কোথায় ল্যান্ডফল করবে এই সাইক্লোন?
Jorasanko Murder | কলকাতায় গামছা পেঁচিয়ে প্রকাশ্যে খুন! MG রোডের ফুটপাথ থেকে উদ্ধার দেহ
Uma Dasgupta | প্রয়াত ‘পথের পাঁচালী’র ‘দুর্গা’! অভিনেত্রী উমা দাশগুপ্তের প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন জগৎ
Alipurduar | গোপনাঙ্গ কেটে ঢুকিয়ে দেওয়া হয় মুখে! আলিপুরদুয়ারে উদ্ধার শিক্ষকের দেহ
‘বিদ্রোহী কবি’ ~ কাজী নজরুল ইসলাম | Biography of Kazi Nazrul Islam