RCB-Stempede | পদপিষ্ঠের ঘটনায় RCB-সহ আরও দুই সংস্থার বিরুদ্ধে দায়ের FIR! অপরাধমূলক গাফিলতির কারণে দায়ের মামলা!
Thursday, June 5 2025, 1:39 pm
Key Highlightsবেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ঠের ঘটনায় বিরাট কোহলির দলের বিরুদ্ধে দায়ের হলো FIR!
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ঠের ঘটনায় বিরাট কোহলির দলের বিরুদ্ধে দায়ের হলো FIR! জানা গিয়েছে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (KSCA), DNA নেটওয়ার্কস এর বিরুদ্ধে মামলা অপরাধমূলক গাফিলতির কারণে FIR দায়ের করেছে কাবন পার্ক থানার পুলিশ। ইতিমধ্যে বেঙ্গালুরুর পদপিষ্ট হওয়ার ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের জন্য RCB, KSCA, ইভেন্ট আয়োজক এবং সিটি পুলিশ কমিশনার বি দয়ানন্দকে নোটিস জারি করা হবে।
- Related topics -
- দেশ
- ভারত
- খেলাধুলা
- ক্রিকেট
- আরসিবি
- বেঙ্গালুরু
- চিন্নাস্বামী স্টেডিয়াম

