অবশেষে মিললো স্বস্তি!‌ অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ ২০০ কোটি টাকার জালিয়াতি কাণ্ডে জামিন পেলেন

Wednesday, November 16 2022, 5:47 pm
highlightKey Highlights

কনম্যান সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি টাকার আর্থিক তছরূপ মামলায় দিল্লির পাতিয়ালা হাউস আদালত বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডিজের জামিন মঞ্জুর করেছে।


গত মঙ্গলবার আদালতের পক্ষ থেকে আর্থিক তছরূপ মামলা থেকে জামিন দেওয়া হয় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডিজকে । আদালত ২ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেয় অভিনেত্রীকে এবং আদালতের পক্ষ থেকে জানানো হয় যে আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না অভিনেত্রী।

জালিয়াতিকান্ডের অভিযোগ থেকে আদালত জ্যাকলিনকে জামিন দিলেন

এর আগে জ্যাকলিন ফার্নান্ডেজের জামিন সংক্রান্ত শুনানির সময় আদালতে অভিনেত্রীর আইনজীবী ও ইডির আইনজীবীর মধ্যে তর্ক চলে। শুধু তাই নয়, আদালত ইডিকে ভর্ৎসনা করে এও জানান যে কেন তারা নিজেদের মত করে চলছে এবং চার্জশিট গঠনের আগে কেন জ্যাকলিনকে গ্রেফতার করা হয়নি। ইডির আদালতে পেশ করা রিপোর্টে বলা হয় যে জ্যাকলিন সহজে দেশ ছাড়তে পারে কারণ তাঁর কাছে অর্থের অভাব নেই। তদন্তকারী সংস্থার পক্ষ থেকে আদালতকে এও জানানো হয় যে বিমানবন্দরে লুকআউট সার্কুলার জারি করা হয় যাতে অভিনেত্রী দেশ ছাড়তে না পারেন।

সেই সময় শুনানি চলাকালীন ইডিকে আদালত প্রশ্ন করেন, '‌এলওসি জারি করার বদলে তদন্তের সময় ইডি কেন জ্যাকলিনকে গ্রেফতার করেনি?‌ কেন তারা নিজেদের নীতি এ ক্ষেত্রে প্রয়োগ করেছে?‌' অভিযুক্ত জ্যাকলিন জামিনের আবেদন করেছিলেন কারণ তদন্ত শেষ হয়ে যাওয়ায় ও চার্জশিট জমা পড়ে যাওয়ায় তাঁকে আর হেফাডতে রাখার দরকার ছিল না। প্রসঙ্গত, গত ২৬ সেপ্টেম্বর অভিনেত্রীকে অন্তবর্তীকালীন জামিন দেওয়া হয় ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে। ‌

গত ১৭ অগাস্ট এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জ্যাকলিনকে অভিযুক্ত হিসাবে দেখিয়ে আদালতে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয়। ইডির এর আগের চার্জশিটে জ্যাকলিনের নাম অভিযুক্ত হিসাবে ছিল না। দ্বিতীয় চার্জশিটে জ্যাকলিন ও অন্য এক অভিনেত্রী নোরা ফতেহির বয়ান রেকর্ডের তথ্য ছিল। এই সবকিছুর মাঝেই সুকেশ চন্দ্রশেখর তাঁর আইনজীবীকে চিঠি লিখে জানান যে জ্যাকলিন এই জালিয়াতির সঙ্গে যুক্ত নন।





পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File