Bajaj Finance FD Rate | এফডিতে সুদের হার বাড়াল বাজাজ ফাইন্যান্স! দেখুন কোন এফডিতে লাভ হবে বেশি

Friday, December 15 2023, 11:27 am
highlightKey Highlights

এফডিতে সুদের হার বৃদ্ধি করলো বাজাজ ফাইন্যান্স। পেতে পারেন ৭.৪০ শতাংশ থেকে ৮.৬০ সুদের হার। দেখুন কোন এফডিতে বিনিয়োগ করলে পাবেন বেশি রিটার্ন।


স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটে (FD)-এ সুদের হার বৃদ্ধি করার সিদ্ধান্ত নিলো বাজাজ ফাইন্যান্স (Bajaj Finance)। যার ফলে প্রত্যেক এফডির ক্ষেত্রেই নতুন সুদের হার কার্যকর হবে বলে জানা গিয়েছে।

ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করলো বাজাজ ফাইন্যান্স
ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করলো বাজাজ ফাইন্যান্স

বাজাজ ফাইন্যান্সের ওয়েবসাইটে থাকা তথ্য অনুসারে, ১০ই মে ২০২৩  থেকেই ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে নতুন সুদের হার কার্যকর করা হয়েছে। জানা গিয়েছে, ১২ মাস থেকে ৬০ মাসের ফিক্সড ডিপোজিটের জন্য ৭.৪০ শতাংশ থেকে ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদের হার দেওয়া হবে বাজাজ ফাইন্যান্সের তরফ থেকে। এছাড়াও বাজাজ ফাইন্যান্স, সিনিয়র সিটিজেনদের ফিক্সড ডিপোজিটের (Senior Citizens Fixed Deposit ) উপর সর্বোচ্চ ৮.৬০ শতাংশ সুদের হার দেবে বলে খবর। একই সময়ে, সাধারণ গ্রাহকরা পাবেন সব থেকে বেশি ৮.৩৫ শতাংশ হারে সুদ। ফলে চোখ বুলিয়ে নিন বাজাজ ফাইন্যান্সের এফডিতে কত মাসের মেয়াদে কত হারের সুদ পাওয়া যাবে।

Trending Updates
১০ই মে ২০২৩  থেকেই নতুন সুদের হার কার্যকর
১০ই মে ২০২৩ থেকেই নতুন সুদের হার কার্যকর
  • ১২ মাস থেকে ২৩ মাসের মেয়াদে ফিক্সড ডিপোজিটের বা এফডি-এর উপর সুদের হার দেওয়া হবে ৭.৪০ শতাংশ।
  • ১৫ মাস থেকে ২৩ মাসের মেয়াদের ফিক্সড ডিপোজিটের বা এফডি-এর উপর সুদের হার দেওয়া হবে ৭.৫০ শতাংশ।
  • ২৪  মাসের মেয়াদের ফিক্সড ডিপোজিটের উপর ৭.৫৫ শতাংশ সুদের হার পাওয়া যাবে।
  • ৭.৩৫  শতাংশ সুদের হার পাওয়া যাবে ২৫ থেকে ৩৫ মেয়াদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে।
  • ৩৬ মাস থেকে ৬০ মাসের মেয়াদের ফিক্সড ডিপোজিটের উপর পাওয়া যাবে ৮.০৫ শতাংশ সুদের হার।
  • অন্যদিকে, ১৫ মাসের মেয়াদের এফডির ওপর সুদের হার পাওয়া যাবে ৭.৪৫ শতাংশ ও ১৮ মাসের এফডির ওপর পাওয়া যাবে ৭.৪০ শতাংশ।
  • ৭.৫০ শতাংশ সুদের হার দেওয়া হবে ২২ মাসের ফিক্সড ডিপোজিটে।
  • ৩০ মাসের ফিক্সড ডিপোজিটের ওপর সুদের হার দেওয়া হবে ৭.৪৫ শতাংশ।
  • এছাড়া, ৩৩ মাসের জন্য ৭.৭৫ শতাংশ এবং ৪৪ মাসের জন্য ৮.৩৫ শতাংশ সুদের হার পাওয়া যাবে বলে খবর।
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদের হার দেওয়া হবে <br>
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদের হার দেওয়া হবে <br>

ফিক্সড ডিপোজিট | Fixed Deposit :

বর্তমানে টাকা সঞ্চয়ের খুব ভালো মাধ্যম হল ফিক্সড ডিপোজিট সংক্ষেপে এফডি। এফডি (FD) বা ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) দ্বারা বিনিয়োগের মাধ্যমে একজন গ্রাহক নিশ্চিত এবং ভালো পরিমানে অর্থ রিটার্ন পেয়ে থাকেন। একটি স্থায়ী আমানত বা এফডি হল একটি বিনিয়োগ পণ্য যা ব্যাঙ্ক এবং নন-ব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানি (NBFC) দ্বারা অফার করা হয়। ফিক্সড ডিপোজিটে, একটি নির্দিষ্ট সময়ের জন্য অর্থ বিনিয়োগ করা হয় এবং তার বদলে ব্যাঙ্ক বা নন-ব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানির তরফ থেকে দেওয়া হয় একটি নির্দিষ্ট সুদের হার।

টাকা সঞ্চয়ের খুব ভালো মাধ্যম&nbsp; ফিক্সড ডিপোজিট
টাকা সঞ্চয়ের খুব ভালো মাধ্যম  ফিক্সড ডিপোজিট

বিভিন্ন ধরনের ফিক্সড ডিপোজিট | Different Types of Fixed Deposits :

ভারতে ব্যাঙ্ক এবং এনবিএফসিগুলি বিভিন্ন ধরনের ফিক্সড ডিপোজিট প্ল্যান (Fixed Deposit Plans) অফার করে থাকে, যার মেয়াদ ৭ দিন থেকে শুরু করে ১০ বছর পর্যন্ত হয়। তাই এফডি-তে টাকা বিনিয়োগ করার আগে  ফিক্সড ডিপোজিটের অর্থ এবং এফডি প্রকারগুলি জানা অপরিহার্য। এর ফলে আপনি পেতে পারেন আরও ভাল রিটার্নও|

৭ দিন থেকে শুরু করে ১০ বছর পর্যন্ত হয়&nbsp; ফিক্সড ডিপোজিটের মেয়াদ
৭ দিন থেকে শুরু করে ১০ বছর পর্যন্ত হয়  ফিক্সড ডিপোজিটের মেয়াদ

১. স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট | Standard Bank Fixed Deposit :

এই ধরণের ফিক্সড ডিপোজিট সমস্ত ব্যাঙ্ক অফার করে থাকে। সাধারণত এই ধরণের এফডির মেয়াদ ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত হয়ে থাকে।

২.  কর্পোরেট ফিক্সড ডিপোজিট | Corporate Fixed Deposits :

কর্পোরেট এফডিগুলি প্রধানত বেসরকারী আর্থিক প্রতিষ্ঠান এবং নন-ব্যাঙ্কিং আর্থিক সংস্থাগুলি (NBFC) দ্বারা অফার করা হয়। কর্পোরেট এফডিগুলি আইসিআরএ (ICRA) এবং সিআরআইএসআইএল (CRISIL)-এর মতো ক্রেডিট এজেন্সি দ্বারা রেট করে এবং স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক এফডিগুলির তুলনায় বেশি সুদের হার প্রদান করে৷

কর্পোরেট এফডিগুলি বেসরকারী আর্থিক প্রতিষ্ঠান এবং নন-ব্যাঙ্কিং আর্থিক সংস্থাগুলি অফার করে
কর্পোরেট এফডিগুলি বেসরকারী আর্থিক প্রতিষ্ঠান এবং নন-ব্যাঙ্কিং আর্থিক সংস্থাগুলি অফার করে

৩. ট্যাক্স-সেভিং ফিক্সড ডিপোজিট | Tax-saving  Fixed Deposits :

এই ধরনের এফডি দিয়ে আপনি আয়কর আইন ১৯৬১ এর ৮০ ধারা  ( Section 80 Income Tax Act, 1961)-র অধীনে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের জন্য দাবি করতে পারেন। তবে এই ধরণের এফডির বিপরীতে কোনো ওভারড্রাফ্ট বা ঋণ সুবিধা পাওয়া যায় না।

এই ধরণের এফডির বিপরীতে কোনো ঋণ সুবিধা পাওয়া যায় না
এই ধরণের এফডির বিপরীতে কোনো ঋণ সুবিধা পাওয়া যায় না

৪.  সিনিয়র সিটিজেন ফিক্সড ডিপোজিট | Senior Citizen Fixed Deposit :

সিনিয়র সিটিজেন ফিক্সড ডিপোজিট শুধুমাত্র ৬০ বছরের বেশি বয়সীদের জন্য উপলব্ধ। বেশিরভাগ ব্যাঙ্ক এবং এনবিএফসি-এর সিনিয়র সিটিজেন এফডি, রেট বেস আরওআই-র (ROI) থেকে ০.২২৫ শতাংশ থেকে ০.৫০ শতাংশ বেশি।

৬০ বছরের বেশি বয়সীদের জন্য উপলব্ধ সিনিয়র সিটিজেন ফিক্সড ডিপোজিট
৬০ বছরের বেশি বয়সীদের জন্য উপলব্ধ সিনিয়র সিটিজেন ফিক্সড ডিপোজিট

৫. ক্রমবর্ধমান ফিক্সড ডিপোজিট | Cumulative Fixed Deposits :

এই ধরণের এফডিতে আপনি নিয়মিত বিরতিতে আপনার অর্থ বিনিয়োগের উপর সুদ অর্জন করতে পারবেন। ক্রমবর্ধমান ফিক্সড ডিপোজিট দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য প্রযোজ্য।

৬. নন-সঞ্চয়িত ফিক্সড ডিপোজিট | Non-Cumulative Fixed Deposits :

এই ধরনের ফিক্সড ডিপোজিট প্ল্যানগুলি সেই সকল ব্যক্তির জন্য উপযুক্ত, যাদের দৈনিক খরচ মেটানোর জন্য নিয়মিত সুদের প্রয়োজন। ইউটিলিটি বিল বা ইএমআই (EMI)-এর মতো খরচ মেটাতে এই ধরণের এফডি আপনি ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক বা বার্ষিক অর্থপ্রদানের বিকল্প হিসেবে বেছে নিতে পারেন।

ইএমআই এর মতো খরচ মেটাতে এই ধরণের এফডি ভালো
ইএমআই এর মতো খরচ মেটাতে এই ধরণের এফডি ভালো

৭. ফ্লেক্সি ফিক্সড ডিপোজিট | Flexi Fixed Deposit :

ফ্লেক্সি এফডি সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করানো থাকে। এই ধরণের এফডি থেকে পেতে পারেন উচ্চ হারের রিটার্ন।

৮.  এনআরআই ফিক্সড ডিপোজিট | NRI Fixed Deposit :

বেশিরভাগ ব্যাঙ্ক এবং এনবিএফসি কোম্পানি তিন ধরণের ফিক্সড ডিপোজিট প্ল্যান অফার করে থাকে, এনআরও (NRO FD), এনআরই (NRE FD) এবং এফসিএনআর (FCNR FD) এফডি। এই এফডি প্ল্যানগুলির প্রত্যেকটি আলাদা ডিপোজিট কারেন্সি (Deposit Currency) এবং ট্যাক্সেশন (Taxation) নিয়ম থাকে।

প্রত্যেকটি আলাদা ডিপোজিট কারেন্সি ও ট্যাক্সেশন নিয়ম থাকে এনআরআই এফডিতে
প্রত্যেকটি আলাদা ডিপোজিট কারেন্সি ও ট্যাক্সেশন নিয়ম থাকে এনআরআই এফডিতে

এফডিগুলি একটি নির্দিষ্ট মেয়াদের জন্য বিনিয়োগকৃত অর্থের উপর সুদ সংগ্রহ করে থাকে। এই মেয়াদের সময়ে সুদের পূর্ব-প্রদত্ত হার অনুযায়ী পরিমাণে নির্দিষ্ট রিটার্ন পাওয়া যায়। তবে বিভিন্ন ব্যাঙ্ক এবং নন-ব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানি ভিন্ন ভিন্ন মেয়াদ ও প্রকারের এফডির জন্য ভিন্ন সুদের হার প্রদান করে থাকে। এবার সেই সব এফডির জন্য সুদের হার বৃদ্ধি করলো বাজাজ ফাইন্যান্স।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File