আমেরিকার জন্য বিপদ বয়ে আনছে 5G , বাতিল করা হলো ১৪ টি বিমান

Sunday, January 23 2022, 12:20 pm
highlightKey Highlights

মার্কিন শহরগুলিতে 5G মোবাইল পরিষেবার সম্প্রসারণ এর কারণে মার্কিন যুক্তরাষ্ট্রগামী বেশ কিছু উড়ান বাতিল করেছে এয়ার ইন্ডিয়া।


অতি দ্রুত গতিতে 5G ইন্টারনেট উপভোগ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে দেশবাসী। তবে কেবলমাত্র ভারতই নয়, আমেরিকা ও জাপান সহ অপেক্ষারত মানুষের সামনে আজ 5G র একটি অন্য চেহারা সামনে এসেছে যেখানে 5G প্রযুক্তি চালুর জন্য বাতিল করতে হয়েছে হাজার হাজার ফ্লাইট।

5G ইন্টারনেট পরিষবার দ্বারা বিপদের আশঙ্কা

আমেরিকান বিমানবন্দরগুলিকে 5G পরিষেবার বাফার জোন করা হচ্ছে এবং এর কারণে সমস্ত সমস্যা তৈরি হচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, 5G এর কারণে বিমানের Altimeters প্রভাবিত হতে পারে। এটাই হল সেই যন্ত্র যার মাধ্যমে কোনো স্থানের উচ্চতা পরিমাপ করা হয়।

এয়ার ইন্ডিয়ার সতর্কবার্তা

ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া একটি টুইট করেছে তাতে জানা যাচ্ছে যে আজ থেকে মার্কিন বিমানবন্দরগুলিতে 5G যোগাযোগ স্থাপন করা হচ্ছে এবং এই ইন্টারনেট পরিষেবা শুরু হলে বিমানের নিয়ন্ত্রণ ব্যবস্থার উপর সরাসরি প্রভাব পড়বে। ধারণা করা হচ্ছে, এই নেটওয়ার্কের কারণে বিমান সংস্থাগুলি তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারে এবং এই আশঙ্কায়, এয়ার ইন্ডিয়া আজ ভারত থেকে আমেরিকার অনেক ফ্লাইট বাতিল করেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File