EU Commission | ট্রাম্পের শুল্ক যুদ্ধের পাল্টা 'ঘা' দেবে EU! মার্কিন পণ্যে ২৫ শতাংশ শুল্ক চাপানোর প্রস্তুতি নিলো ২৭টি দেশ!

Tuesday, April 8 2025, 6:29 am
highlightKey Highlights

আমেরিকার বিরুদ্ধে পাল্টা শুল্ক চাপানোর প্রস্তাব দেওয়া হয়েছে EUএর তরফে।


ট্রাম্পের বিশ্বব্যাপী শুল্ক নীতি প্রভাব ফেলেছে নানান দেশের বাণিজ্যিক বাজারে। এবার আমেরিকার বিরুদ্ধে পাল্টা শুল্ক চাপানোর প্রস্তাব দেওয়া হয়েছে EUএর তরফে। ইউরোপের ২৭টি দেশ মিলে গঠিত ইউরোপীয় ইউনিয়ন সংগঠন পাল্টা মার্কিন পণ্যে ২৫ শতাংশ শুল্ক চাপানোর প্রস্তুতি শুরু করেছে। আগামী ১৬ মে থেকে এই শুল্ক নীতি কার্যকর হবে বলে জানা যাচ্ছে। প্রস্তাবে বলা হয়েছে, এই বছরের ডিসেম্বর থেকে আরও বেশকিছু মার্কিন পণ্যের উপর চাপানো হবে বাড়তি শুল্ক। যার মধ্যে রয়েছে, হিরে, ডিম, ডেন্টাল ফ্লস, পোল্ট্রি সহ বহু কিছু।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File