Essential Blood Test | রোগের উপসর্গ দেখা না দিলেও, আগের থেকেই সতর্ক থাকতে প্রতি বছর এই রক্ত পরীক্ষাগুলি করানো ভালো!

Friday, February 23 2024, 7:57 am
highlightKey Highlights

সুস্থ্য ও সতর্ক থাকতে বেশ কিছু রক্ত পরীক্ষা করিয়ে রাখা ভালো। দেখুন প্রতি বছর কোন রক্ত পরীক্ষাগুলো করবেন এবং সেই রক্ত পরীক্ষার খরচ তাও আনুমানিক কত।


বয়স যাই হোক না কেন, রোগব্যাধির চিন্তা থাকে পদে পদে। বর্তমানে সকলের খাদ্যাভাস এবং জীবন পরিচালনা পরিবর্তন হওয়ায় ক্রমেই বেড়ে চলেছে অসুস্থ্যতা। কার শরীরে কখন কী রোগ বাসা বাধে তার কোনও ঠিকঠিকানা নেই। আর অধিকাংশ রোগই রক্ত, মল, মূত্র পরীক্ষা এবং শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের এক্সরে পরীক্ষা করে জানা যায়। তবে অনেক সময়েই রোগের  উপসর্গ বুঝে পরীক্ষা করে চিকিৎসা শুরু করতে দেরি হয়ে যায়। ফলে রোগের উপসর্গ না দেখা দিলেও আগেভাগে সতর্ক হতে বেশ কিছু রক্ত পরীক্ষা করে রাখার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। দেখে নিন সুস্থ্য ও স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকতে কোন কোন রক্ত পরীক্ষা করানো ভালো এবং সেইসব রক্ত পরীক্ষার খরচ (Blood Test Cost) আনুমানিক কত?

সুস্থ্য ও সতর্ক থাকতে বেশ কিছু রক্ত পরীক্ষা করিয়ে রাখা ভালো
সুস্থ্য ও সতর্ক থাকতে বেশ কিছু রক্ত পরীক্ষা করিয়ে রাখা ভালো

শারীরবৃত্তীয় নানা কাজে থাইরয়েড হরমোনের ভূমিকা রয়েছে। বিপাকহার ভাল রাখতেও সাহায্য করে এই হরমোন। তবে তারও একটা পরিমাণ রয়েছে। অতিরিক্ত থাইরয়েড বা একেবারে কম দুটোই কিন্তু এ ক্ষেত্রে সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। তবে হঠাৎ ওজনে পরিবর্তন, মেজাজ বিগড়ে যাওয়ার মতো লক্ষণ কিন্তু থাইরয়েড হরমোনের গন্ডগোলে হতে পারে। বিশেষত এই সমস্যা মহিলাদের মধ্যে বেশি করে দেখা দেয়। আটজন মহিলার মধ্যে অন্তত একজনের থাইরয়েডের সমস্যা থেকেই। অনেকক্ষেত্রেই এই রোগ হলে বিশেষভাবে উপসৰ্গ ধরা পরে না। ফলে আগেভাগে এই পরীক্ষা করিয়ে নেওয়া ভালো। সার্জারির TSH (থাইরয়েড স্টিমুলেটিং হরমোন) পরীক্ষা একটি রক্ত ​​​​পরীক্ষা যা রক্ত ​​​​প্রবাহে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের মাত্রা পরিমাপ করে, এর কার্যকারিতা মূল্যায়ন করতে সহায়তা করে থাইরয়েড গ্রন্থি। TSH পিটুইটারি গ্রন্থি দ্বারা উত্পাদিত হয় এবং থাইরয়েড হরমোন উৎপাদন নিয়ন্ত্রণ করে। অস্বাভাবিক TSH মাত্রা থাইরয়েড ব্যাধি নির্দেশ করতে পারে, যেমন হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম।

থাইরয়েড ফাংশন টেস্ট বা TSH পরীক্ষার খরচ কত?

TSH টেস্ট আপনি সারাদেশ এর প্রায় সব ডায়াগনস্টিক সেন্টারে করতে পারবেন । কিন্তু ডায়াগনস্টিক সেন্টার ভেদে থাইরয়েড ফাংশন টেস্ট বা TSH রক্ত পরীক্ষার খরচ (Blood Test Cost) কম বেশি হতে পারে।

লিপিড প্রোফাইল । Lipid Profile :

মানবদেহে, লিপিড ফ্যাটি অ্যাসিড এবং অন্যান্য রাসায়নিক দ্বারা গঠিত। যেহেতু তারা হরমোন এবং কোষের ঝিল্লির উপাদান গঠন করে, কুশনিং প্রদান করে এবং শক্তির ভান্ডার হিসাবে কাজ করে, তাই লিপিডগুলি শরীরের জন্য সম্পূর্ণরূপে ক্ষতিকারক নয়। তবে নির্দিষ্ট ধরণের অতিরিক্ত লিপিড স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে, বিশেষ করে হার্টের স্বাস্থ্যের জন্য। আসলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের লিপিড থাকে, যা লিপিড প্রোফাইল পরীক্ষার মাধ্যমে পরিমাপ করা যায়। মূলত একটি লিপিড প্রোফাইল পরীক্ষা পাঁচটি স্বতন্ত্র লিপিডের জন্য রক্তের নমুনা বিশ্লেষণ করে, যথা- মোট কলেস্টেরল, কম ঘনত্বের লাইপোপ্রোটিন, খুব কম ঘনত্বের লাইপোপ্রোটিন, ট্রাইগ্লিসারাইড ও উচ্চ ঘনত্বের লাইপোপ্রোটিন কোলেস্টেরল।

লিপিড প্রোফাইল টেস্টের খরচ কত?

স্থান ভেদে লিপিড প্রোফাইল পরীক্ষার মূল্য (LIPID Profile Test Price) কম-বেশি হয়ে থাকে। তবুও আনুমানিক ১,৫০০ টাকার মধ্যে লিপিড প্রোফাইল টেস্ট করা যায়।

মূলত একটি লিপিড প্রোফাইল পরীক্ষা পাঁচটি স্বতন্ত্র লিপিডের জন্য রক্তের নমুনা বিশ্লেষণ করে
মূলত একটি লিপিড প্রোফাইল পরীক্ষা পাঁচটি স্বতন্ত্র লিপিডের জন্য রক্তের নমুনা বিশ্লেষণ করে

 ‘সিবিসি’ বা কমপ্লিট ব্লাড কাউন্ট । 'CBC' or Complete Blood Count :

সম্পূর্ণ রক্তের গণনা বা CBC পরীক্ষা দ্বারা রক্তের প্রয়োজনীয় কোষীয় উপাদানগুলি যেমন RBC, WBC এবং প্লেটলেটগুলির ঘনত্বের পরিমাপ করা হয় এবং শরীরে কোন অস্বাভাবিকতা আছে কিনা তা বিশ্লেষণ করা হয়। রক্তে লোহিত কণিকা, শ্বেত কণিকা এবং প্লেটলেট্‌স-এর পরিমাণ নির্ধারণ করতে কমপ্লিট ব্লাড কাউন্ট বা ‘সিবিসি’ পরীক্ষা করানোর পরামর্শ দেন চিকিৎসকেরা। কোনও ব্যক্তি অ্যানিমিয়ায় আক্রান্ত হলে বা রক্তে কোনও রকম সংক্রমণ থাকলে ‘সিবিসি’ পরীক্ষার মাধ্যমে তা সহজেই জানা যায়। তা ছাড়া রক্ত জমাট বাঁধার ক্ষমতা কেমন, সে বিষয়ে জানতে গেলেও এই পরীক্ষা করাতে হয়।

সিবিসি টেস্টের খরচ কত?

স্থান ভেদে সিবিসি পরীক্ষার মূল্য (CBC Test Price) পরীক্ষার খরচ কম-বেশি হয়ে থাকে। তবুও আনুমানিক সিবিসি পরীক্ষার মূল্য (CBC Test Price) ৪০০-৫০০ টাকার মধ্যে হয়ে থাকে।

‘সিএমপি’ কম্প্রিহেনসিভ মেটাবলিক প্যানেল । 'CMP' Comprehensive Metabolic Panel :

সিএমপির পূর্ণাঙ্গ রূপ (CMP Full form) কম্প্রিহেনসিভ মেটাবলিক প্যানেল। শারীরবৃত্তীয় কর্মকাণ্ড সঠিক ভাবে পরিচালনা করতে শরীরে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, বাইকার্বোনেট, ক্রিয়েটিনিন, নাইট্রোজেন, বিলিরুবিন, অ্যালবুমিন, প্রোটিনের মতো উপাদানগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সমস্ত উপাদানের সামান্য হেরফের হতেই পারে। তবে এর জন্য হতেই পারে শারীরিক সমস্যা। ফলে আগেভাগে সতর্ক থাকতে সিএমপির পূর্ণাঙ্গ রূপ (CMP Full form) কম্প্রিহেনসিভ মেটাবলিক প্যানেল পরীক্ষা করিয়ে রাখা ভাল।

সিএমপি টেস্টের খরচ কত?

সিএমপি টেস্ট আপনি সারাদেশ এর প্রায় সব ডায়াগনস্টিক সেন্টারে করতে পারবেন । কিন্তু ডায়াগনস্টিক সেন্টার ভেদে ‘সিএমপি’ কম্প্রিহেনসিভ মেটাবলিক প্যানেল পরীক্ষা কম বেশি হতে পারে।

শারীরবৃত্তীয় কর্মকাণ্ড সঠিক ভাবে পরিচালনা করতে সোডিয়াম, পটাশিয়াম, বিলিরুবিন, প্রোটিনের মতো উপাদানগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ
শারীরবৃত্তীয় কর্মকাণ্ড সঠিক ভাবে পরিচালনা করতে সোডিয়াম, পটাশিয়াম, বিলিরুবিন, প্রোটিনের মতো উপাদানগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ

 ব্লাড গ্লুকোজ় । Blood Glucose :

উচ্চ রক্তচাপ এবং ডায়াবিটিস— রোগের ক্ষেত্রে এই দু’টি উপসর্গ অনুঘটকের মতো কাজ করে। রক্তে শর্করা বাড়তে থাকলে তা চট করে ধরা পড়ে না। তাই বয়স কম থাকলেও প্রতি বছর গ্লুকোজ় ফাস্টিং এবং এইচবিএ১সি রক্ত পরীক্ষা করিয়ে রাখতেই হবে। ফাস্টিং ব্লাড সুগার বা FBS পরীক্ষা হল একটি রক্তে শর্করার পরীক্ষা যা ডায়াবেটিস এবং প্রিডায়াবেটিসের জন্য স্ক্রীন করার জন্য ব্যবহৃত হয়। গর্ভবতী মহিলাদের গর্ভকালীন ডায়াবেটিস নির্ণয়ের জন্যও এটি সুপারিশ করা হয়।

 ব্লাড গ্লুকোজ় টেস্টের খরচ কত?

স্থান ভেদে  ব্লাড গ্লুকোজ় পরীক্ষার খরচ কম-বেশি হয়ে থাকে। তবুও আনুমানিক কলকাতায় ব্লাড সুগার টেস্টের খরচ সাধারণত প্রায় ১১০ – টাকা ১৩০ মধ্যে হয়ে থাকে।

প্রতি বছর গ্লুকোজ় ফাস্টিং এবং এইচবিএ১সি রক্ত পরীক্ষা করিয়ে রাখতেই হবে
প্রতি বছর গ্লুকোজ় ফাস্টিং এবং এইচবিএ১সি রক্ত পরীক্ষা করিয়ে রাখতেই হবে

রোগ দেরিতে ধরা পড়লে সুস্থ হওয়ার সম্ভাবনা কমে আসে। চিকিৎসা পদ্ধতিও ক্রমশ জটিল হতে থাকে। রোগ নির্ণয় থেকে সুস্থ হওয়া সবটাই যাতে সহজ, স্বাভাবিক ভাবে হয় তার জন্য একটা বয়সের পর নিয়মিত পর্যবেক্ষণে থাকতে বলেন চিকিৎসকেরা। রোগের কোনও লক্ষণ না থাকলেও তাই প্রতি বছর কিছু রক্ত পরীক্ষা করিয়ে রাখা ভাল। তবে তার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া শ্রেয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File