EPFO Marriage Advance | বিয়ের খরচ নিয়ে আর চিন্তা নয়! কয়েকটি শর্ততে অগ্রিম টাকা দেবে ইপিএফও!

Friday, December 15 2023, 11:27 am
highlightKey Highlights

বিয়ের জন্য অগ্রিম টাকা তুলতে পারবেন ইপিএফও গ্রাহকরা। কেবল মানতে হবে কয়েকটি শর্ত।


বিয়ে মানেই আকাশ ভাঙা খরচ। যতই চেষ্টা করুন না কেন কিছুতেই কমে না এই খরচ। অনেক সময় নাম মাত্র বিয়ে করার কষ্টের ধার দেন করতে হয়। তবে আপনি যদি ইপিএফও (EPFO) গ্রাহক হন তাহলে আর চিন্তা করতে হবে না বিয়ের খরচ নিয়ে। এখন থেকে বিয়ে বা এই ধরণের অনুষ্ঠানের জন্য অগ্রিম টাকা তোলার সুবিধা দিচ্ছে ইপিএফও।

সম্প্রতি ইপিএফও-র তরফ থেকে জানানো হয়েছে, বিয়ে বা এই ধরনের অনুষ্ঠানের জন্য অগ্রিম টাকা তোলার সুবিধা দেওয়া হবে গ্রাহককে। তবে তাকে মানতে হবে বেশ কিছু শর্ত। টুইটারে (Twitter) একটি পোস্ট করে ইপিএফও জানিয়েছে, গ্রাহক নিজের বা তার ভাই-বোন বা ছেলে-মেয়ের বিয়েতে খরচ সামাল দিতে ইপিএফও-র ম্যারেজ অ্যাডভান্সের (EPFO's Marriage Advance) সুবিধা নিতে পারেন। এই সুবিধায় গ্রাহক তার শেয়ারের ৫০ শতাংশের সমান পরিমাণ সুদ সহ টাকা তুলতে পারবেন।

Trending Updates

ইপিএফও ম্যারেজ অ্যাডভান্সের শর্ত | EPFO Marriage Advance Conditions :

ইপিএফও ম্যারেজ অ্যাডভান্সের আওতায় পিএফ (PF) থেকে টাকা তুলতে হলে কিছু শর্ত মানতে হবে গ্রাহককে। ইপিএফও-র এই শর্তগুলি হলো -

  • প্রথম শর্ত : গ্রাহক সাত বছর ধরে ইপিএফও-র সদস্য হলে তিনি এই সুবিধা পাবেন।
  • দ্বিতীয় শর্ত : গ্রাহক ইপিএফও থেকে বিয়ে ও পড়াশোনা-সহ ৩ বারের বেশি অগ্রিম সুবিধা নিতে পারবেন না। অর্থাৎ বিয়ে বা শিক্ষার নামে মাত্র ৩ বার পিএফ থেকে টাকা তোলা যাবে।

ইপিএফও ম্যারেজ অ্যাডভান্সের সুবিধা কীভাবে নেবেন? | How to Avail EPFO Marriage Advance?

বিয়ের বিপুল খরচের ক্ষেত্রে গ্রাহককে সাহায্য করতে বিয়ের জন্য অগ্রিম টাকা তোলার সুবিধা দিচ্ছে ইপিএফও। দেখে নিন এই সুবিধার আওতায় উমং অ্যাপের (Umang App) মাধ্যমে কীভাবে টাকা তুলতে পারবেন।

  • ধাপ ১: প্রথমে উমং অ্যাপটি আপনার ফোনে ডাউনলোড করেনিন। এক্ষেত্রে আপনার নিজস্ব মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার (Register) করেন।
  • ধাপ ২: অ্যাপে উপলব্ধ অনেকগুলি বিকল্প থাকবে। তার মধ্যে আপনাকে বেছে নিতে হবে ইপিএফও বিকল্পটি।
  • ধাপ ৩: 'রেজ ক্লেইম' অপশনটি (Raise Claim) বেছে নিয়ে আপনার ইউএএন (UAN) নম্বরটি পূরণ করুন।
  • ধাপ ৪: ইপিএফও-তে আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে প্রাপ্ত ওটিপি (OTP) নম্বরটি লিখুন।
  • ধাপ ৫: আপনার পিএফ অ্যাকাউন্ট থেকে প্রত্যাহারের ধরন নির্বাচন করুন এবং ফর্মটি পূরণ করুন।
  • ধাপ ৬: ফর্মটি পূরণ হয়ে গেলে সেটি জমা দিন। এরপর আপনার কাছে একটি রেফারেন্স নম্বর (Reference Number) নম্বর আসবে।
  • ধাপ ৭: প্রদত্ত রেফারেন্স নম্বর ব্যবহার করে প্রত্যাহারের অনুরোধ ট্র্যাক করতে পারবেন।

সাধারণত উপরোক্ত ধাপগুলি মেনে চললে ইপিএফও ৩ থেকে ৫ দিনের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করে দেয়।

বেসরকারি খাতে কর্মরত কোটি কোটি মানুষের সামাজিক নিরাপত্তার সবচেয়ে বড় ভিত্তি হল পিএফ অর্থাৎ ভবিষ্য তহবিল। এটি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) পরিচালনা করে। এই ফান্ড জীবনের অনেক আকস্মিক প্রয়োজনের সময়ে কাজে লাগে। এছাড়াও চাকরি থেকে অবসর নেওয়ার পরেও জীবনের জন্য নিশ্চিত তহবিল গড়ে দেয় এই ইপিএফও। তবে পিএফের টাকা তোলা অনেক বড় বিষয় হলেও, গ্রাহকদের গুরুত্ব বুঝে একাধিক সুবিধা বাজারে আনে ইপিএফও। যেমন সম্প্রতি করোনা (Corona) মহামারীর সময়ই সংগঠন সদস্যদের (EPF Covid Advance) কোভিড অ্যাডভান্সের (Covid Advance) সুবিধা দেওয়া হয়েছিল। এরপর বিয়ের ক্ষেত্রেও সাহায্য করতে অগ্রিম টাকা তোলার ব্যবস্থা আনলো ইপিএফও। বিয়ে ছাড়াও বাড়ি কিনতে বা মেরামত করতে, বা সন্তানের জন্যও পিএফ থেকে টাকা তুলতে পারেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File