সেলিব্রিটি

টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর জন্মদিন, মধ্যরাতে জোড়া কেক কেটে ঘরোয়াভাবে জন্মদিন পালন করলেন

টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর জন্মদিন, মধ্যরাতে জোড়া কেক কেটে ঘরোয়াভাবে জন্মদিন পালন করলেন
Key Highlights

সোশ্যাল মিডিয়ায় শুভশ্রীকে শুভেচ্ছা জানিয়েছেন সহ অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে অনুরাগীরাও। স্বামী রাজের শেয়ার করা জন্মদিন সেলিব্রেশনের ভিডিওতে দেখা গেল না তাদের পুত্র ইউভানকে।

বর্তমানে টলিউডের এক উজ্জ্বল নক্ষত্র শুভশ্রী গাঙ্গুলি। আজ ৩রা নভেম্বর তাঁর জন্মদিন। প্রিয় অভিনেত্রীর জন্মদিনে রাত ১২ টা পেরোতেই শুভেচ্ছায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা।

এবছর ৩২-শে পা দিলেন টলি অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি, ১২ টা পেরোতেই সোশ্যাল মিডিয়ার ভরে গেল শুভেচ্ছা বার্তায়

টলিউডের অন্যতম পরিচালক-অভিনেত্রী জুটি হিসেবে খ্যাত রাজ-শুভশ্রী। সিনেমার সেট থেকে বাড়ির কিচেন, তাদের লভ-জার্নির কথা সবারই জানা কমবেশি। তাদের সুখকর দাম্পত্যের কথাও সোশ্যাল মিডিয়ায় বেশ প্রচলিত। স্বামী রাজ এবং ছেলে ইউভানকে নিয়ে সুখের সংসার অভিনেত্রী শুভশ্রীর। আজ তার জন্মদিন। আর স্ত্রী শুভশ্রীর ৩২ তম জন্মদিনে মধ্যরাতে কেক কেটে সেলিব্রেট করলেন রাজ চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় করলেন ভিডিও পোস্ট।

গতকাল মধ্যরাতে জন্মদিনের কেক কাটার ভিডিও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে পোস্ট করেছেন টলিউড পরিচালক রাজ চক্রবর্তী। ভিডিওর ক্যাপশনে লিখেছেন, “শুভ জন্মদিন প্রিয়তমা”। ভিডিওতে দেখা গেছেজ ড্রয়িং রুমে টেবিলের সামনে বসে শুভশ্রী। পরনে কালো টপ। আর শুভশ্রীর সামনে রাখা একটি রেড ভেলভেট এবং একটি ব্ল্যাক ফরেস্ট কেক। কেকের উপর জ্বলছে মোমবাতিও। সঙ্গে রয়েছেন বেশ কিছু বন্ধু ও আত্মীয়। সম্ভবত কেক কাটার এই মুহূর্তকে ক্যামেরাবন্দি করছেন স্বামী রাজ। টুই দুটি কেক কেটে প্রথমেই স্বামীর মুখে তুলে দিলেন শুভশ্রী। আর এই ভিডিও বেশ মন জয় করেছে ভক্তদের।

প্রসঙ্গত, পুত্র ইউভান এবং স্বামী রাজকে নিয়ে সুখের দাম্পত্য শুভশ্রীর। তবে সংসার করার পাশাপাশি অভিনয় জগতেও নিজেকে একইভাবে প্রাসঙ্গিক রেখেছেন টলিউডের এই অভিনেত্রী। ‘বাজিমাত’ ছবি দিয়ে অভিনয় জগতে পা রেখেছিলেন শুভশ্রী গাঙ্গুলি। তারপর একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন ভক্তদের। সম্প্রতি ‘বৌদি ক্যান্টিন’, ‘ধর্মযুদ্ধ’ এবং ‘বিসমিল্লা’-র মতো ছবিতে অন্য ধরনের চরিত্রেও দেখা গেছে তাকে। তাই এখনো অভিনয় জগতে একইভাবে প্রাসঙ্গিক রয়ে গেছেন রাজ পত্নী শুভশ্রী।




Himachal Pradesh Landslide | গাছ পড়ে ভূমিধস! হিমাচলের কুলুতে মৃত ৬, আহত আরও ৫
Kolkata Metro | ঈদের দিন বন্ধ থাকবে একগুচ্ছ মেট্রো, কোন রুটে কেমন থাকবে পরিষেবা? দেখে নিন একনজরে
Amazon-Flipkart | মিক্সার গ্রাইন্ডার থেকে গিজার সবই নকল! আমাজন ও ফ্লিপকার্টের গুদাম অভিযানে চক্ষু ছানাবড়া পুলিশের
Durgapur Barrage Bridge | ১৯৬৪ সালের পর প্রথমবার, সংস্কার হবে দুর্গাপুর ব্যারাজ ব্রিজের! তার আগে তৈরী হবে বিকল্প পথ!
ATM Withdrawal Fee | বাড়ছে ATM থেকে টাকা তোলার খরচ! কবে থেকে কত টাকা অতিরিক্ত দিতে হবে?
Guillain Barre Syndrome | আতঙ্কের নয়া নাম গুলেন ব্যারি সিনড্রোম! কীভাবে হচ্ছে এই বিরল স্নায়ু রোগ? কারাই বা আক্রান্ত হচ্ছেন বেশি?
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla