সেলিব্রিটি

টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর জন্মদিন, মধ্যরাতে জোড়া কেক কেটে ঘরোয়াভাবে জন্মদিন পালন করলেন

টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর জন্মদিন, মধ্যরাতে জোড়া কেক কেটে ঘরোয়াভাবে জন্মদিন পালন করলেন
Key Highlights

সোশ্যাল মিডিয়ায় শুভশ্রীকে শুভেচ্ছা জানিয়েছেন সহ অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে অনুরাগীরাও। স্বামী রাজের শেয়ার করা জন্মদিন সেলিব্রেশনের ভিডিওতে দেখা গেল না তাদের পুত্র ইউভানকে।

বর্তমানে টলিউডের এক উজ্জ্বল নক্ষত্র শুভশ্রী গাঙ্গুলি। আজ ৩রা নভেম্বর তাঁর জন্মদিন। প্রিয় অভিনেত্রীর জন্মদিনে রাত ১২ টা পেরোতেই শুভেচ্ছায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা।

এবছর ৩২-শে পা দিলেন টলি অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি, ১২ টা পেরোতেই সোশ্যাল মিডিয়ার ভরে গেল শুভেচ্ছা বার্তায়

টলিউডের অন্যতম পরিচালক-অভিনেত্রী জুটি হিসেবে খ্যাত রাজ-শুভশ্রী। সিনেমার সেট থেকে বাড়ির কিচেন, তাদের লভ-জার্নির কথা সবারই জানা কমবেশি। তাদের সুখকর দাম্পত্যের কথাও সোশ্যাল মিডিয়ায় বেশ প্রচলিত। স্বামী রাজ এবং ছেলে ইউভানকে নিয়ে সুখের সংসার অভিনেত্রী শুভশ্রীর। আজ তার জন্মদিন। আর স্ত্রী শুভশ্রীর ৩২ তম জন্মদিনে মধ্যরাতে কেক কেটে সেলিব্রেট করলেন রাজ চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় করলেন ভিডিও পোস্ট।

গতকাল মধ্যরাতে জন্মদিনের কেক কাটার ভিডিও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে পোস্ট করেছেন টলিউড পরিচালক রাজ চক্রবর্তী। ভিডিওর ক্যাপশনে লিখেছেন, “শুভ জন্মদিন প্রিয়তমা”। ভিডিওতে দেখা গেছেজ ড্রয়িং রুমে টেবিলের সামনে বসে শুভশ্রী। পরনে কালো টপ। আর শুভশ্রীর সামনে রাখা একটি রেড ভেলভেট এবং একটি ব্ল্যাক ফরেস্ট কেক। কেকের উপর জ্বলছে মোমবাতিও। সঙ্গে রয়েছেন বেশ কিছু বন্ধু ও আত্মীয়। সম্ভবত কেক কাটার এই মুহূর্তকে ক্যামেরাবন্দি করছেন স্বামী রাজ। টুই দুটি কেক কেটে প্রথমেই স্বামীর মুখে তুলে দিলেন শুভশ্রী। আর এই ভিডিও বেশ মন জয় করেছে ভক্তদের।

প্রসঙ্গত, পুত্র ইউভান এবং স্বামী রাজকে নিয়ে সুখের দাম্পত্য শুভশ্রীর। তবে সংসার করার পাশাপাশি অভিনয় জগতেও নিজেকে একইভাবে প্রাসঙ্গিক রেখেছেন টলিউডের এই অভিনেত্রী। ‘বাজিমাত’ ছবি দিয়ে অভিনয় জগতে পা রেখেছিলেন শুভশ্রী গাঙ্গুলি। তারপর একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন ভক্তদের। সম্প্রতি ‘বৌদি ক্যান্টিন’, ‘ধর্মযুদ্ধ’ এবং ‘বিসমিল্লা’-র মতো ছবিতে অন্য ধরনের চরিত্রেও দেখা গেছে তাকে। তাই এখনো অভিনয় জগতে একইভাবে প্রাসঙ্গিক রয়ে গেছেন রাজ পত্নী শুভশ্রী।




SIR | ভোটার তথ্য সংশোধন করতে গেলে আধার কার্ড লাগবেই, ঘোষনা নির্বাচন কমিশনের
Ethiopia Volcano | ১০,০০০ বছর পর ইথিওপিয়ায় জাগল আগ্নেয়গিরি! আমেদাবাদে জরুরি অবতরণ করলো ইন্ডিগোর বিমান!
Nathu La-Changur | ম্যানুয়াল পারমিট বন্ধ, নাথু লা-ছাঙ্গুর পারমিট মিলবে অনলাইনে-ঘোষণা সিকিম প্রশাসনের
Bangladesh | "হাসিনাকে ফেরানো হোক"- প্রধানমন্ত্রী মোদীকে "আনুষ্ঠানিক চিঠি" ইউনুস সরকারের
Rajnath Singh | ভারতের অধীনে আসতে পারে পাকিস্তানের সিন্ধু প্রদেশ!- ইঙ্গিত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের
Weather Update | নিম্নচাপের জেরে নাজেহাল শীত, একনজরে কলকাতার আজকের আবহাওয়া আপডেট
Breaking News | ইথিওপিয়ার আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, ঘুরিয়ে দেওয়া হলো ইন্ডিগোর ফ্লাইট!