প্রমোদতরী মাদক মামলায় অবশেষে বেকসুর খালাস শাহরুখ-পুত্র আরিয়ান খান, এমনটাই ঘোষণা করলো এনসিবি
এনসিবির পক্ষ থেকে বেকসুর ঘোষণা করা হল শাহরুখ-পুত্র আরিয়ানকে। দীর্ঘদিনের অপেক্ষা শেষে আরিয়ান নির্দোষ প্রমাণ হওয়ায় বড় স্বস্তি পেল শাহরুখ-ভক্ত ও খান পরিবার।
মাদক মামলায় বড় জয় পেল বলিউডের বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। নারকোটিক্স কনট্রোল ব্যুরো শুক্রবার মাদক মামলা থেকে বেকসুর হিসেবে ঘোষণা করল আরিয়ান খানকে।
আরিয়ান মামলায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছিল, অবশেষে নির্দোষ প্রমাণিত হল শাহরুখ-পুত্র
২০২১ সালের ২রা অক্টোবর রাতে মুম্বই থেকে গোয়া-গামী এক প্রমোদতরী থেকে হঠাৎই আটক করা হয় আরিয়ানকে। মাঝরাতে ঘটা ওই কাণ্ডে নড়ে বসে গোটা দেশ। এই ঘটনাটি ঘটেছিল শনিবার। তারপর রবিবারই গ্রেফতার করা হয় আরিয়ানকে। নিম্ন আদালত বারবার তাঁর জামিন খারিজ করে দেয়। কিন্তু পরে বম্বে হাইকোর্ট জামিন দেয় আরিয়ানকে। গত ৩১শে অক্টোবর আর্থার রোড জেল থেকে বেরিয়ে মন্নতে ফিরে যান আরিয়ান।
তবে চলতি বছরের শুরু থেকে ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হতে শুরু করে। বোন সুহানাকে সঙ্গে নিয়ে আরিয়ান যান আইপিএলের নিলামে। এরপর বেশ কয়েকবার তাকে দেখা গিয়েছে মাঠে, বলিউডের পার্টিতে। অবশেষে এক বড় জয় লাভ করলো খান পরিবার। নিজেকে নির্দোষ প্রমাণ করে বেকসুর ছাড় পেলেন আরিয়ান।
- Related topics -
- সেলিব্রিটি
- এনসিবি
- মাদক কাণ্ড
- আরিয়ান খান
- মাদক মামলা