সেলিব্রিটি

আমি দেশবিরোধী নই, বয়কট করবেন না ‘লাল সিংহ চড্ডা’কে: আমির খান

আমি দেশবিরোধী নই, বয়কট করবেন না ‘লাল সিংহ চড্ডা’কে: আমির খান
Key Highlights

দেশ বিরোধিতার অভিযোগ আমির খানের বিরুদ্ধে। ‘লগান’-এর দেশভক্ত ‘মিস্টার পারফেকশনিস্ট’ নাকি নিন্দা করেছেন নিজের দেশের।

‘লাল সিংহ চড্ডা’ নিয়ে জনরোষের মুখে ‘লগান’-এর ‘ভুবন’। ‘ভারত জুড়ে বাড়ছে অসহনীয়তা’— আমিরের এই পুরনো মন্তব্যকে ঘিরে নতুন করে সরব আমজনতা। টুইটারে ‘রে রে’ করে উঠেছেন অনেকে। আমির তাঁর দেশকে ভালবাসেন না-- এই অভিযোগে ‘লাল সিংহ চড্ডা’কে বয়কট করার দাবিতে সোচ্চার হয়েছেন তাঁরা।

২০১৫-য় উপরোক্ত মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়েন এবং কটাক্ষের শিকার হন আমির। সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, "আমাদের দেশ সহনশীল, কিন্তু এখানকার মানুষ এই পরিবেশকে অসুস্থ করে তুলছেন।’’ ২০১৫-য় করা মন্তব্যের জেরে ২০২২-এ আমিরের ‘লাল সিংহ চড্ডা’ সমস্যায় পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে মাঠে নেমেছেন অভিনেতা।

আমির খানকে এপ্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, ‘‘আমি দেশকে ভালবাসি। দয়া করে আমার ছবি বয়কট করবেন না। যাঁরা বলছেন বা মনে মনে বিশ্বাস করতে শুরু করেছেন, আমি দেশকে ভালবাসি না, তাঁরা ভুল ভাবছেন। এটা সত্যি নয়। আমার মন্তব্য কাউকে আঘাত করে থাকলে আমি দুঃখিত।’’

অদ্বৈত চন্দন পরিচালিত ‘লাল সিংহ চড্ডা’ ১১ অগস্ট মুক্তি পাওয়ার কথা। ছবিতে আমির খানের সঙ্গে পর্দা ভাগ করেছেন করিনা কপূর, নাগা চৈতন্য ও মোনা সিংহ।