বিজ্ঞান ও প্রযুক্তি

Twitter New Feature | টুইটারে চালু 'এনক্রিপ্টেড ডিরেক্ট মেসেজ'! শীঘ্রই করা যাবে ভয়েস ও ভিডিও চ্যাট!

Twitter New Feature | টুইটারে চালু 'এনক্রিপ্টেড ডিরেক্ট মেসেজ'! শীঘ্রই করা যাবে ভয়েস ও ভিডিও চ্যাট!
Key Highlights

আপনার ব্যক্তিগত চ্যাট সুরক্ষিত রাখবে টুইটার। সঙ্গে নিজের ফোন নম্বর ছাড়াই টুইটারের মাধ্যমেই পৃথিবীর যেকোনও প্রান্তে করতে পারবেন ভয়েস ও ভিডিও কল।

এবার টুইটারের মাধ্যমে সরাসরি সুরক্ষিত বাৰ্তালাপের সুবিধা। টুইটার ব্যবহারীকারীদের মন জয় করতে নয়া ফিচার (Feature) আনলেন ইলন মাস্ক (Elon Musk)। বুধবার থেকেই এনক্রিপ্টেড ডিরেক্ট মেসেজ (Encrypted Direct Messages) চালু করার ঘোষণা করেন মাস্ক।

মঙ্গলবার, অর্থাৎ ৯ই মে সন্ধ্যায় টুইটার কোম্পানি (Twitter) ও তার মালিক ইলন মাস্কের তরফ থেকে জানানো হয়, খুব শীঘ্রই এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে করা যাবে ভয়েস এবং ভিডিও চ্যাট (Voice and Video Chat)। এছাড়াও আজ অর্থাৎ বুধবার ১০ মে থেকেই চালু হচ্ছে এনক্রিপ্ট ডিএম।

টুইটার সিইও (Twitter CEO) ইলন মাস্ক জানান, এনক্রিপ্টেড ডিরেক্ট মেসেজের মাধ্যমে সরাসরি বার্তাগুলি বা চ্যাটগুলি টুইটারে সংরক্ষিত থাকার সঙ্গে সুরক্ষিত থাকবে। অর্থাৎ হোয়াটসঅ্যাপের মতো টুইটারে কাউকে ব্যক্তিগত মেসেজ করলে, তা সম্পূর্ণ সুরক্ষিত রাখবে কর্তৃপক্ষ। এছাড়াও পরবর্তীকালে টুইটারে যুক্ত হতে চলেছে ভয়েস আর ভিডিও কলও। যার ফলে নিজের ফোন নম্বর ব্যবহার না করেই টুইটার থেকে বিশ্বের যে কোনও প্রান্তের যে কোনও প্ল্যাটফর্মেই ফোন করতে পারবেন ব্যবহারকারীরা।

খুব তাড়াতাড়ি টুইটারে যুক্ত হচ্ছে ভয়েস আর ভিডিও কল। যে কোনও প্ল্যাটফর্মেই কল করা যাবে। তাই নিজের ফোন নম্বর ব্যবহার না করেই বিশ্বের যে কোনও প্রান্তের মানুষের সঙ্গে কথা বলতে পারবেন।

টুইটার সিইও ইলন মাস্ক

প্রসঙ্গত, গত বছর অর্থাৎ ২০২২ সালে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেন ইলন মাস্ক। টুইটার কেনার পরেই এই সাইটটিকে ঢেলে সাজানোর কথা ঘোষণা করেন ইলন। তিনি আরও জানান, এই প্ল্যাটফর্ম থেকেই হাজারো সুবিধা পাবেন ইউজাররা। যার মধ্যে থাকবে এনক্রিপ্টেড ডিরেক্ট মেসেজের সুবিধা, পোস্টে আরও বেশি অক্ষর লেখার সুবিধা, এমনকি পেমেন্টের সুবিধাও (Payments)। এছাড়াও অ্যাপটির নয়া ভার্সানে ডিরেক্ট মেসেজের ক্ষেত্রে চালু করা হয়েছে ইমোজি ব্যবহার করার সুযোগও।

সম্প্রতি টুইটার আকাউন্ট থেকে ব্লু টিকের (Blue Tick) উপর মূল্য চাপিয়ে ইউজারদের বিরাগভাজন হয়েছেন মাস্ক। যার পরেই একধাক্কায় কমে যায় এই মাইক্রো ব্লগিং সাইটের বহু সাবস্ক্রাইবার। এরপরেই টুইটার ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি করতে নানান চমকদার ফিচার আনার কথা ঘোষণা করেন ইলন। সেই প্রতিশ্রুতি রেখেই বুধবার থেকে টুইটারে এনক্রিপ্টেড ডিরেক্ট মেসেজের সুবিধা চালু করলেন টুইটার সিইও।


Modi–Netanyahu | আচমকাই প্রধানমন্ত্রী মোদিকে ফোন ইজরায়েল সুপ্রিমো নেতানিয়াহুর! কী কথা হলো দুই রাষ্ট্রনেতার?
Kolkata Accident | কাকভোরে সাফাইকর্মীদের সজোরে ধাক্কা ফেরারির, গুরুতর আহত চালক সহ ৪
HS EXAM | চাইলেও মিলবে না লুজ শিট! চতুর্থ সেমিস্টারের পরীক্ষার আগে ঘোষণা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের
Darjeeling | ভরা মরশুমে বন্ধ দার্জিলিংয়ের জনপ্রিয় নাইট ক্লাব 'গ্লেনারিজ', বড়দিনের আগে মনখারাপ পর্যটকদের
Weather Update | কলকাতায় কামড় বসাচ্ছে শীত, একনজরে মহানগরীর আজকের আবহাওয়া আপডেট
Delhi Blast | দিল্লিতে বিস্ফোরণের আগে জম্মু-কাশ্মীরের জঙ্গলে বোমা পরীক্ষা! জেহাদি ডাক্তারের ষড়যন্ত্র ফাঁসে চলছে তল্লাশি!
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo