রাজনৈতিক

Election Commission | নির্বাচন চলাকালীন রিয়েল টাইম ভোটদানের হার প্রকাশ, ভুয়ো ভোট রুখতে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের!

Election Commission | নির্বাচন চলাকালীন রিয়েল টাইম ভোটদানের হার প্রকাশ, ভুয়ো ভোট রুখতে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের!
Key Highlights

এবার থেকে নির্বাচন চলাকালীন রিয়েল টাইম ভোটদানের হার প্রকাশ করবে কমিশন। পুরো প্রক্রিয়াই হবে প্রযুক্তি নির্ভর।

ভারতে নির্বাচনের সময় ভুয়ো ভোটের অভিযোগ ওঠে প্রতিবার। এবার ভুয়ো ভোট রুখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের। এবার থেকে নির্বাচন চলাকালীন রিয়েল টাইম ভোটদানের হার প্রকাশ করবে কমিশন। পুরো প্রক্রিয়াই হবে প্রযুক্তি নির্ভর। জানা গিয়েছে, নির্বাচন কমিশনের ECINET অ্যাপে প্রতি দু’ ঘণ্টা অন্তর প্রিসাইডিং অফিসাররা সরাসরি ভোটদানের হার আপলোড করবেন। আর নির্বাচন শেষের সঙ্গে সঙ্গেই প্রত্যেকটি কেন্দ্রভিত্তিক ভোটদানের হার আপলোড করা হবে। তবে পোলিং এজেন্টদের ফর্ম 17C দেওয়ার নিয়ম অপরিবর্তিত থাকছে।