Election Commission | সামনেই নির্বাচন, ভোটারদের সুবিধার্থে ইভিএম ব্যালটে থাকছে ‘বড় রঙিন ছবি, স্পষ্ট সিরিয়াল নম্বর’

ভোটারদের সুবিধার্থে এবার ইভিএম ব্যালট এবং ভিভিপ্যাট এবার থেকে থাকবে প্রার্থীদের রঙিন ছবি।
নির্বাচন কমিশনের তরফে বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে গত ছ’মাস ধরে ভোটার প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার চেষ্টা হচ্ছে। এই প্রক্রিয়ায় ভোটার তালিকায় শুদ্ধিকরণ, ভোটপ্রক্রিয়ায় সরলীকরণ, এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার সহ মোট ২৮টি উদ্যোগ নিয়েছে কমিশন। বিহার বিধানসভা নির্বাচনে ভোটারদের সুবিধার্থে এবার ইভিএম ব্যালট এবং ভিভিপ্যাট পরিবর্তন হয়েছে। এবার থেকে বরাদ্দ জায়গার দুই তৃতীয়াংশ জুড়ে রঙিন বড় এবং স্পষ্ট ছবি থাকবে। স্পষ্ট করে ছাপা থাকবে সিরিয়াল বম্বর। প্রত্যেক প্রার্থী এবং ‘নোটা’র নম্বর বড় হরফে এবং মোটা অক্ষরে লেখা থাকবে।
- Related topics -
- দেশ
- ইলেকট্রনিক ভোটিং মেশিন
- ই-ভোটার কার্ড
- বিধানসভা নির্বাচন
- ভারত