Election Commission | ভোটার তালিকার সমস্যা সমাধানে ফোন করলেই পাবেন BLO-কে! হেল্পলাইন নম্বর চালু নির্বাচন কমিশনের
Wednesday, October 29 2025, 1:00 pm
Key HighlightsNational Contact Centre সব রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকার জন্য সেন্ট্রাল হেল্পলাইন হিসেবে কাজ করবে।
এবার ভোটার তালিকা নিয়ে সাধারণ নাগরিকের সমস্ত প্রশ্নের জবাব দিতে বিশেষ হেল্পলাইন নম্বর চালু করলো জাতীয় নির্বাচন কমিশন (ECI)। ৩৬টি রাজ্য ও জেলাস্তরে হেল্পলাইন চালু হয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত National Contact Centre সব রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকার জন্য সেন্ট্রাল হেল্পলাইন হিসেবে কাজ করবে। টোল ফ্রি নম্বরটি হচ্ছে : ১৮০০ ১১ ১৯৫০। এই নম্বরে আঞ্চলিক ভাষায় সাহায্য মিলবে নাগরিকদের। যেকোনো নাগরিক ECINET প্ল্যাটফর্ম থেকে সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসারকে সরাসরি ফোন করতে পারবেন।
- Related topics -
- দেশ
- রাজ্য
- নির্বাচন কমিশনার
- বিধানসভা নির্বাচন
- নির্বাচন কমিশন
- ভোটার কার্ড
- ই-ভোটার কার্ড
- ভোট প্রচার
- পুরভোট

