অর্থনৈতিক

ফের সস্তা হল সরষের তেলের দাম! নতুন দাম কত ধার্য করা হয়েছে জেনে নিন

ফের সস্তা হল সরষের তেলের দাম! নতুন দাম কত ধার্য করা হয়েছে জেনে নিন
Key Highlights

দিল্লিতে ইতিমধ্যেই সরষের তেল ও সয়াবিন, পামোলিন -সহ অন্যান্য তেল এবং তৈলজাত সামগ্রীর দাম সস্তা হয়েছে।

বিভিন্ন বাজারে সর্ষের যোগান বৃদ্ধি হয়েছে৷ টন টন সরষের যোগান বৃদ্ধি পেয়েছে। জানা যাচ্ছে গত শনিবার তা আরও বেড়েছে৷ সরষের দাম ক্যুইন্টাল প্রতি ২৫ টাকা করে সস্তা হয়েছে ৷ এরফলে কমতে চলেছে সরষের তেলের দাম ও। 

মধ্যবিত্তের জন্য বড় খবর, ফের কমেছে ভোজ্যতেলের দাম

সরষের তেলের দামে ৫০ টাকারও বেশি পতন হয়েছে ৷ বিশেষজ্ঞরা মনে করেন আগামী দিনে সরষের তেলের দামের পতন চলতেই থাকবে৷ শুধুই সরষের দামে পতন হয়নি পতন হয়েছে বাদামের দামেও৷ পাইকারী দামেও হ্রাস পেয়েছে বাদামের দাম ৷

এক নজরে দেখে নেওয়া যাক তেলের দাম গুলি

সরষের দাম ৭,৫০০ টাকা থেকে ৭,৫৫০ টাকা ৷ বাদাম ৬,৭২৫ টাকা থেকে ৬,৮২০ টাকা ৷ বাদাম তেলের সরবরাহ (গুজরাত) ১৫,৭৫০ টাকা ৷ রিফাইন্ড বাদাম তেলের দাম ২,৬১০ টাকা থেকে ২,৮০০ টাকা টিন প্রতি দর ৷ সরষের তেল দাদরি ১৫,০০০ টাকা ক্যুইন্টাল প্রতি দাম, সরষের তেলের পাক্কি ঘানি ২,৩৭৫ টাকা থেকে ২,৪৫০ টাকা ৷ কাচ্চিঘানি সরষের মূল্য ২,৪২৫ টাকা থেকে ২,৫২৫ টাকা, তিলের তেলের ডেলিভারি ১৭,০০০ টাকা থেকে ১৮,৫০০ টাকা ৷