Kolkata ED Raid | সাতসকালে শহরের প্রভাশালীদের বাড়ি ইডি অভিযান, চলছে তল্লাশি-জিজ্ঞাসাবাদ

Friday, October 10 2025, 4:28 am
highlightKey Highlights

সাতসকালে শহর কলকাতায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বাহিনীর হানা। সুজিত বসুর অফিসে হাজির ইডি। শহরের একাধিক জায়গায় ইডি তল্লাশি চলছে।


আজ, শুক্রবার (১০ অক্টোবর) ভোর হতেই শহর কলকাতায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বাহিনীর হানা। শহরের একাধিক জায়গায় পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় ইডি তল্লাশি চলছে। নাগেরবাজার এলাকার শ্যামনগর রোডে শোভনা অ্যাপার্টমেন্টে জিডি গোয়েঙ্কা পাবলিক স্কুলের মালিক দীপক দে ওরফে দীপু দের বাড়িতে চলছে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ। পাশাপাশি ঠনঠনিয়া, শরৎ বোস রোড ও নিউ আলিপুরেও তল্লাশি চলছে। দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতেও ইডি আধিকারিকরা পৌঁছেছেন। দমকলমন্ত্রী সুজিত বসুর অফিসেও তল্লাশি চলছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File