শিয়ালদহে আগামী ১২ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে, মেইন লাইনে বাতিল ৪২টি লোকাল ট্রেন
নৈহাটি থেকে রানাঘাট পর্যন্ত যে তৃতীয় লাইন রয়েছে সেখানে কাজ চলায় হালিশহর এবং নৈহাটির মাঝে আজ ট্রাফিক এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে। বাতিল করা হবে ট্রেনও
শিয়ালদহ মেইন লাইনে একের পর এক ট্রেন বাতিল। নৈহাটি-রানাঘাটের রেল লাইনে কাজ চলছে। তার জন্যই একাধিক ট্রেন বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। বলা হয়েছে, হালিশহর-নৈহাটির লাইনে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে। শনিবার রাত ১০টা থেকে রবিবার সকাল ১০টা পর্যন্ত ট্রেন বাতিল। এই ১২ ঘণ্টায় শিয়ালদহ মেইন লাইনে ৪২টি লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত।
শিয়ালদহ মেইন লাইনে একাধিক ট্রেন বাতিল
পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন জানিয়েছে, নেহাটি থেকে রানাঘাট পর্যন্ত যে তৃতীয় লাইনে কাজ চলছে, তার জন্য হালিশহর এবং নৈহাটির মাঝে আজ ট্রাফিক এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে। রাত ১০টা থেকে আগামী কাল সকাল ১০টা পর্যন্ত চলবে এই অবস্থা। তাতে মোট ৪২টি লোকাল ট্রেন বাতিল হচ্ছে।
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, নেহাটি এবং ব্যারাকপুর লোকাল বাদ দিয়ে মেইন লাইনে আর যে ট্রেন চলে, যেমন কল্যাণী লোকাল, রানাঘাট লোকাল, কৃষ্ণনগর লোকাল, শান্তিপুর লোকাল-সহ অনেক লোকাল ট্রেনই বাতিল থাকবে। একই সঙ্গে কিছু ট্রেনের গন্তব্যপথে কাটছাঁট করা হচ্ছে। আজ রাত ১০টা থেকেই তা শুরু হয়ে যাচ্ছে। তবে কিছু লোকাল ট্রেন চলবে। আজ কৃষ্ণনগর থেকে রাত ৯টায় যে ট্রেন ছাড়ার কথা ছিল, তা থাকছে না। তবে লালগোলা প্যাসেঞ্জার থাকছে।
পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আরও জানিয়েছে, মোট ৪২টি লোকাল ট্রেন বাতিল হচ্ছে। এর ফলে যাত্রীরা সমস্যায় পড়বেন বটে। কিন্তু যাত্রীদের সুবিধার জন্যই এমন সিদ্ধান্ত। এতে যোগাযোগ আরও উন্নত হবে। তাই নোটিস দিয়ে ট্রেন বাতিল করা হচ্ছে। শনি এবং রবিবার, সপ্তাহের যে দুই দিন যাত্রীর সংখ্যা তুলনামূলক কম থাকে, সেই দুই দিনই এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে বলেও জানা যাচ্ছে পূর্ব রেল সূত্রে।
- Related topics -
- পরিবহন
- শিয়ালদহ স্টেশন
- লোকাল ট্রেন
- ট্রেন বাতিল