খেলাধুলা

East Bengal | ৭-১ গোলে বিরাট ব্যবধানে জয়, কলকাতা লিগের যাত্রা জয় দিয়ে শুরু করলো ইস্টবেঙ্গল!

East Bengal | ৭-১ গোলে বিরাট ব্যবধানে জয়, কলকাতা লিগের যাত্রা জয় দিয়ে শুরু করলো ইস্টবেঙ্গল!
Key Highlights

নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে মেসারার্স ক্লাবকে ৭:১ গোলে হারায় ইস্টবেঙ্গল।

বড় ব্যবধানে জয় দিয়ে কলকাতা লিগের যাত্রা শুরু করলো লাল হলুদ শিবির। নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে মেসারার্স ক্লাবকে ৭:১ গোলে হারায় ইস্টবেঙ্গল। দলের হয়ে গোল করা শুরু করেন মনোতোষ মাজি। ২৩ মিনিটে প্রতিপক্ষের জালে বল জড়ান তিনি। ১০ মিনিটের মধ্যে ব্যবধান বাড়ান সায়ন বন্দ্যোপাধ্যায়। ৩৭ মিনিটে তৃতীয় গোলটি করেন গুইতে। প্রথমার্ধেই ৩:০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিট ও ৬৫ মিনিটে আরও দু’গোল করেন জেসিন টিকে। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে দূরপাল্লার বিশ্বমানের গোলে ৭:১ করেন সুমন দে।