East Bengal । লাল হলুদ শিবিরের ঝুলি ভরলো না এবারও , আইএসএলে ফাঁকা হাতেই ফিরল ইস্টবেঙ্গল
Sunday, November 10 2024, 2:13 am
Key Highlightsশনিবার যুবভারতীতে ইস্টবেঙ্গলক মহামেডানের খেলা ছিল। শূন্য হাতে ফিরতে হলো দু দলকে।
শনিবার যুবভারতীতে ইস্টবেঙ্গল মহামেডানের ম্যাচে ড্র হলো শূন্য গোলে। আন্দ্রে চেরনিশভের মহামেডান এদিন ইস্টবেঙ্গলের সঙ্গে সমানে সমানে টক্কর দিল। তবে এদিন রেফারিং নিয়ে উঠল প্রশ্ন। ম্যাচের প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে নন্দকুমার নিজের ডান হাত চালান। সেই হাত গিয়ে লাগে অমরজিতের মুখে। সঙ্গে সঙ্গে অমরজিত মাটিতে পড়ে যান। রেফারি হলুদ কার্ড দেখালেও মহমেডান নন্দকুমারের ওপর ইচ্ছাকৃতভাবে আঘাতের অভিযোগ আনে। এ নিয়ে বিতর্ক হয় ক্লাব কতৃপক্ষ এবং রেফারির মধ্যে।

