East Bengal Day | ইস্টবেঙ্গল প্রতিষ্ঠা দিবসে দলকে উপহার ফুটবলারদের! উয়াড়িকে সিএফএলে পরাজিত ইস্টবেঙ্গলের!

Tuesday, August 1 2023, 12:01 pm
highlightKey Highlights

১লা অগাস্ট ১০৪তম প্রতিষ্ঠা দিবসে পা দিলো ইস্টবেঙ্গল। দেশ জুড়ে প্লান হচ্ছে ইস্টবেঙ্গল দিবস। সকালে অনুষ্ঠান হয় ক্লাবে। কলকাতা ফুটবল লিগে উয়াড়িকে ৫-০ গোলে হারায় লাল-হলুদ দল।


দিন কয়েক আগেই পালন হয়েছে সবুজ-মেরুন দিবস অর্থাৎ 'মোহনবাগান দিবস' (Mohun Bagan Day)। তবে আজ লাল-হলুদের দিন। ১০৪তম প্রতিষ্ঠা দিবসে পা দিলো ইস্টবেঙ্গল (East Bengal)। গোটা দেশ জুড়েই ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবস তথা ইস্টবেঙ্গল দিবস (East Bengal Day) পালন করছেন দলের সমর্থকরা। সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভেসে চলেছে শুভেচ্ছা বার্তা।

আজ  ১০৪তম প্রতিষ্ঠা দিবস ইস্টবেঙ্গলের
আজ  ১০৪তম প্রতিষ্ঠা দিবস ইস্টবেঙ্গলের

ইস্টবেঙ্গল দিবসের ইতিহাস । History of East Bengal Day :

শতবর্ষের প্রাচীন পেশাদার ফুটবল ক্লাব ইস্টবেঙ্গল। পূর্ববঙ্গের বাঙ্গালী ভাবাবেগকে প্রাধান্য দিয়ে ১৯২০ সালের ১লা অগাস্ট সুরেশচন্দ্র চৌধুরী (Suresh Chandra Chowdhury ) জোড়াবাগানের নিমতলা ঘাট স্ট্রিটের তাঁর বাড়িতে প্রতিষ্ঠা করেন ইষ্টবেঙ্গল ক্লাব। এরপর ১৯২২ সালে ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের (Indian Football Association) সদস্য হিসেবে নাম লেখায় লাল-হলুদ দল। ১৯২৪ সালে কলকাতা ফুটবল লিগে (Calcutta Football League) প্রতিদ্বন্দ্বিতায় করে ইস্টবেঙ্গল। যদিও ১৯৪২ সালে সর্বপ্রথম লীগ জয় লাভ করে ইস্টবেঙ্গল। তবে বর্তমানে রেকর্ড সংখ্যক ৩৯টি লীগ জয় করে শীর্ষ স্থান অধিকার করেছে এই ফুটবল টিম। ইষ্টবেঙ্গল জাতীয় লীগের (NFL) প্রতিষ্ঠাতা সদস্য যা তিন বার জাতীয় লীগ জয় করেছে। এছাড়াও ৮ বার ফেডারেশন কাপ (Federation Cup), তিনবার সুপার কাপ (Super Cup), রেকর্ড সংখ্যক ২৯বার আইএফএ শীল্ড (IFA Shield) ও রেকর্ড সংখ্যক ১৬ বার ডুরান্ড কাপ (Durand Cup) জয় করেছে ইস্টবেঙ্গল।

১৯২০ সালের ১লা অগাস্ট সুরেশচন্দ্র চৌধুরী প্রতিষ্ঠা করেন ইষ্টবেঙ্গল ক্লাব
১৯২০ সালের ১লা অগাস্ট সুরেশচন্দ্র চৌধুরী প্রতিষ্ঠা করেন ইষ্টবেঙ্গল ক্লাব

ইস্টবেঙ্গল দিবস ২০২৩ । East Bengal Day 2023 :

এদিন দেশ জুড়ে ইস্টবেঙ্গলের ১০৮ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হচ্ছে। মঙ্গলবার সকালবেলাতেই ইস্টবেঙ্গল ক্লাবে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ক্লাবে পতাকা উত্তোলন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের অন্যতম শীর্ষকর্তা দেবব্রত সরকার (Debabrata Sarkar)। এছাড়াও উপস্থিত ছিলেন দলের আরও কয়েকজন প্রাক্তন ফুটবলার। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ক্লাবে কাটা হয় কেকও।

 মঙ্গলবার সকালবেলাতেই ইস্টবেঙ্গল ক্লাবে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ক্লাবে পতাকা উত্তোলন করা হয়
 মঙ্গলবার সকালবেলাতেই ইস্টবেঙ্গল ক্লাবে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ক্লাবে পতাকা উত্তোলন করা হয়

প্রসঙ্গত, দলের প্রতিষ্ঠা দিবসের আগেই দলকে উপহার দিয়েছেন ইস্টবেঙ্গলের খেলোয়াড়রা। গতকাল গোলের বিরাট বড় ব্যবধানে কলকাতা ফুটবল লিগে (CFL 2023)  উয়াড়ি এফসি (Wari FC) পরাজিত করে ইস্টবেঙ্গল (East Bengal)। প্রথমার্ধে ম্যাচ গোলশূন্য থাকলেও, দ্বিতীয়ার্ধে ৫-০ গোলের ব্যবধানে উয়াড়িকে কার্যত উড়িয়ে দেয় লাল-হলুদ দল। এর আগে ইস্টার্ন রেলকে (Eastern Railway) হারিয়েছিল ইস্টবেঙ্গল।

কলকাতা ফুটবল লিগে  উয়াড়ি এফসি পরাজিত করে ইস্টবেঙ্গল 
কলকাতা ফুটবল লিগে  উয়াড়ি এফসি পরাজিত করে ইস্টবেঙ্গল 

সিএফএল ম্যাচের ৫৩ মিনিটে গুরনাজ সিংহের পাস থেকে লাল হলুদের হয়ে ম্যাচের প্রথম গোলটি করেন দীপ সাহা। এক গোলে এগিয়ে গিয়ে ইস্টবেঙ্গল ম্যাচে জয় সুনিশ্চিত করার জন্য ঝাঁপায়। উয়াড়ির রক্ষণকে নিরন্তর চাপে ফেলেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। শেষমেশ ৭০ মিনিটে বহু কাঙ্খিত দ্বিতীয় গোলটি পায় লাল হলুদ। ইস্টবেঙ্গলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন তন্ময় দাস। আমনের গোলে ইস্টবেঙ্গল স্কোরলাইন হয় ৪-০। এরপর অভিষেক ম্যাচে নিজের প্রথম ও লাল হলুদের হয়ে তৃতীয় গোল করে জিতিয়ে দেন ইস্টবেঙ্গলকে।

৫-০ গোলের ব্যবধানে উয়াড়িকে কার্যত উড়িয়ে দেয় লাল-হলুদ দল
৫-০ গোলের ব্যবধানে উয়াড়িকে কার্যত উড়িয়ে দেয় লাল-হলুদ দল

প্রসঙ্গত, সপ্তাহ খানেক আগেই ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত (Carles Kuadrat) আসেন কলকাতায়। শহরে এসেই দলকে অনুশীলন দেওয়াও শুরু করেন তিনি। আইএসএল (ISL) জয়ী স্প্যানিশ কোচ কিন্তু প্রাক মরশুমে লাল হলুদ ফুটবলারদের প্রস্তুতি নিয়ে বেশ সন্তুষ্ট। এই প্রসঙ্গে তিনি বলেন,অনুশীলন পর্ব ভালো চলছে। তবে কখনও কখনও অনুশীলন বেশিই কঠোর হয়ে যাচ্ছে।

সপ্তাহ খানেক আগেই  কলকাতায় আসেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত  
সপ্তাহ খানেক আগেই  কলকাতায় আসেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত  

 অনুশীলন পর্বটা দুর্দান্ত চলছে। দলের খেলোয়াড়রা প্রচুর খাটা খাটনি করছে। কখনও কখনও অনুশীলনটা একটি বেশিই কঠোর হয়ে যাচ্ছে। তবে এটা কিন্তু খুব একটা মন্দ নয়।

ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত
১২ই অগাস্ট ডুরান্ড কাপে খেলার মাঠে মুখোমুখি নামবে মোহনবাগান সুপার জায়ান্টস-ইস্টবেঙ্গল
১২ই অগাস্ট ডুরান্ড কাপে খেলার মাঠে মুখোমুখি নামবে মোহনবাগান সুপার জায়ান্টস-ইস্টবেঙ্গল

উল্লেখ্য, চলতি কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গল ক্লাব যথেষ্ট ভালো পারফরম্যান্স করছে। এখনও পর্যন্ত ৬ টি ম্যাচে ১৪ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে ইস্টবেঙ্গল। আবার চলতি বছরেই খুব শীঘ্র শুরু হতে  চলেছে  ডুরান্ড কাপও। সূচি অনুযায়, আগামী ১২ই অগাস্টই এই টুর্নামেন্টে খেলার মাঠে মুখোমুখি নামবে মোহনবাগান সুপার জায়ান্টস (Mohun Bagan Supergiants) এবং ইস্টবেঙ্গল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File