খেলাধুলা

East Bengal vs Hyderabad FC । বর্ষশেষে সমর্থকদের আশাহত করলো ইস্টবেঙ্গল, ১:১ গোলে দায়সারা ফুটবল খেললো লাল হলুদ

East Bengal vs Hyderabad FC । বর্ষশেষে সমর্থকদের আশাহত করলো ইস্টবেঙ্গল, ১:১ গোলে দায়সারা ফুটবল খেললো লাল হলুদ
Key Highlights

সমর্থকদের আশাহত করলো ইস্টবেঙ্গল। ১:১ গোলে হায়দ্রাবাদের বিরুদ্ধে ড্র করলো লাল হলুদ।

টানা দু ম্যাচ জিতে সমর্থকদের আশা বাড়িয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু আশা ভঙ্গ হলো। হায়দ্রাবাদের বিরুদ্ধে ১:১ পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হল অস্কার ব্রুজোঁর দলকে। বছর শেষে ইস্টবেঙ্গল রয়ে গেলো সেই ১১ নম্বরেই। শনিবার ঘরের মাঠে হায়দ্রাবাদের হয়ে গোলটি করেন লাল হলুদেরই প্রাক্তনী মনোজ মহম্মদ। ইস্টবেঙ্গলের হয়ে গোলটি করেন জিকসন। ম্যাচে রেফারির ভূমিকা প্রশ্নের মুখে। প্রথমার্ধে হায়দরাবাদের গোলকিপার অর্শদীপের আঘাতে পেটে চোট পেয়েছিলেন ক্লেটন। বিপজ্জনক ফাউল নিঃসন্দেহে। কিন্তু রেফারি যেন দেখেও দেখলেন না!