East Bengal vs Indian Air Force | গুনে গুনে ৬ গোল! নিয়মরক্ষার ম্যাচে ইন্ডিয়ান এয়ারফোর্সকে হারিয়ে সহজ জয় পেলো ইস্টবেঙ্গল

মিডফিল্ড থেকে আক্রমণ সব বিভাগেই বাজিমাত করল লাল হলুদ। যার ফল, ইন্ডিয়ান এয়ারফোর্সকে ৬:১ গোলে হারাল তারা।
ডুরান্ড কাপে দুর্দান্ত ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে যে হাড্ডাহাড্ডি লড়াইটি করেছিল লাল হলুদ, ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধেও তাঁর ব্যতিক্রম হলো না। মিডফিল্ড থেকে আক্রমণ সব বিভাগেই বাজিমাত করল লাল হলুদের ছেলেরা। ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে ৬ গোল হাঁকালো তাঁরা। এদিন ইস্টবেঙ্গলের হয়ে গোলগুলো করলেন আনোয়ার, বিপিন, হামিদ, রশিদ, সল ক্রেস্পো, ডেভিড। একটি গোল শোধ করলেও বিশেষ সুবিধে করতে পারেননি ইন্ডিয়ান এয়ারফোর্সের ছেলেরা। এবার তাঁরা মুখোমুখি হবে মোলিনার মোহনবাগানের।
