Earthquake | দুপুরে ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানী দিল্লি! প্রভাব উত্তর ভারত-সহ পাকিস্তান ও চীনেও!

Tuesday, June 13 2023, 12:19 pm
highlightKey Highlights

মঙ্গলবার দুপুরে ভূমিকম্পে কেঁপে উঠলো দিল্লি-সহ উত্তর ভারতের অনেকাংশ। ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৪। চলতি বছর ভারতের বেশ কয়েকটি রাজ্যে শক্তিশালী ভূমিকম্পের সতর্কতা।


আজ অর্থাৎ ১৩ই জুন মঙ্গলবার ভোর দুপুরে ভূকম্পে কেঁপে উঠলো দিল্লি-সহ ভূকম্পন অনুভূত হয় পঞ্জাব,হরিয়ানা ও উত্তর ভারতের অনেকাংশে । ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (European Mediterranean Seismological Center) সূত্রে খবর, এদিন ভূমিকম্পের (Earthquake) রিখটার স্কেলে (Richter Scale) মাত্রা ছিল ৫.৪। প্রায় ১০ সেকেন্ড ধরে কম্পন অনুভব করা যায় রাজধানী দিল্লিতে (Delhi)।

 ৫.৪ মাত্রায়  মঙ্গলবার ভোর দুপুরে ভূকম্পে কেঁপে উঠলো দিল্লি 
 ৫.৪ মাত্রায়  মঙ্গলবার ভোর দুপুরে ভূকম্পে কেঁপে উঠলো দিল্লি 

এদিন দুপুর দেড়টা নাগাদ এই ভূমিকম্প শুরু হয় যা বজায় থাকে প্রায় ১০ সেকেন্ড। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার বা ইএমএসসি (EMSC) জানিয়েছে, এদিন জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) ডোডা (Doda) জেলার গান্দোহ ভালেসা (Gandoh Walesa) গ্রামের কাছে একটি ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। যদিও রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। এই কম্পন জোরালো থেকে মাঝারি অনুভূত হয় দিল্লির পাশাপাশি, পঞ্জাব (Punjab), হরিয়ানা (Haryana), হিমাচল প্রদেশ-সহ (Himachal Pradesh) উত্তর ভারতের (North India) একাধিক রাজ্যেই।

দিল্লি-সহ ভূকম্পন অনুভূত হয় পঞ্জাব,হরিয়ানা ও উত্তর ভারতের অনেকাংশে
দিল্লি-সহ ভূকম্পন অনুভূত হয় পঞ্জাব,হরিয়ানা ও উত্তর ভারতের অনেকাংশে

সূত্রের খবর, জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারের (Kishtwar) ৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব এবং  মাটি থেকে ৬ কিলোমিটার গভীর থেকে উৎপত্তি হয় এই ভূমিকম্পের। প্রায় ১০ সেকেন্ড ধরে ভূমিকম্প হলেও, দিল্লি, হরিয়ানা এবং পঞ্জাবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে ভূমিকম্প অনুভূত হতেই আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ জনগণ। এমনকি দিল্লি এলাকার একাধিক মানুষ ভূমিকম্পের সময়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায়  (Social Media) প্রকাশ করে ভাগ করে নেন তাদের অভিজ্ঞতা। পোস্টে (Post) দেখা যায় তাদের আতঙ্কও। ভিডিও গুলিতে দেখা যায়, ভূমিকম্পের প্রভাবে ঝাড়বাতি, সিলিং ফ্যান, জলের গ্লাস প্রবলভাবে দুলতে শুরু করে।

জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার কাছে মাটির ৬ কিলোমিটার নিচে সৃষ্টি হয় ভূমিকম্পের
জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার কাছে মাটির ৬ কিলোমিটার নিচে সৃষ্টি হয় ভূমিকম্পের

 উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই ভারতের বেশ কয়েকটি রাজ্যে শক্তিশালী ভূকম্প (Earthquake) অনুভূত হয়। যেমন, ২১ সে মার্চ ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লি। সেই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান (Afghanistan)। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুসারে, আফগানিস্তানের ফয়জাবাদে (Faizabad) রাত ১০টায় রিখটার স্কেলে প্রায় ৭.৫ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়। সেই ভূমিকম্পের প্রভাব অনুভূত করা যায় পাকিস্তান (Pakistan) এবং জম্মু ও কাশ্মীর (Jammu-Kashmir), পাঞ্জাব, হরিয়ানা সহ উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্য জুড়ে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে ঘন ঘন কম্পন এবং ভূমিকম্প হতে পারে ভারতের একাধিক এলাকায়। বিশেষত ভূমিকম্পের শিকার হতে পারে হিমালয় অঞ্চলের রাজ্যগুলি। যার ফলে ইতিমধ্যেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

 ভারতে ঘন ঘন কম্পন এবং ভূমিকম্পের সতর্কতা 
 ভারতে ঘন ঘন কম্পন এবং ভূমিকম্পের সতর্কতা 

এদিন ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি টুইট করে জানায়, মঙ্গলবার ৫.৪ মাত্রার ভূমিকম্পটি জম্মু ও কাশ্মীরের ডোডায় মাটির ৬ কিলোমিটার গভীরে সৃষ্টি হয়েছিল। ফলে এর জেরে বেশি ক্ষয়ক্ষতি হয়নি। তবে এই কম্পন অনুভূব করা যায় ভারত (India) ছাড়াও পাকিস্তানের লাহোর (Lahore, Pakistan) এবং চীনের (China) কিছু অংশে। এছাড়াও, এদিন কেবল দুপুরেই নয়, মঙ্গলবার ভোরেও মায়ানমারে (Myanmar) আরেকটি ভূমিকম্প হয়, যার মাত্রা ছিল ৩.৭। জানা গিয়েছে, এদিন ভোর ২টো বেজে ৫৩ মিনিটে মাটির ১০ কিলোমিটার গভীর থেকে উৎপত্তি হয় এই ভূমিকম্পের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File