Earthquake | ফের ভূমিকম্পে কাঁপলো নেপাল! আফটারশকের আশঙ্কায় তটস্থ দেশবাসী
Saturday, May 3 2025, 3:04 pm

শনিবার মাঝারি মাপের ভূমিকম্পে কাঁপল নেপাল। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.২।
একের পর এক ভূমিকম্পে কাঁপছে বিশ্ব। শনিবার ফের ভূমিকম্পে কেঁপে উঠলো প্রতিবেশী দেশ নেপাল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS)র দেওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎসস্থলটি ছিল মাটি থেকে ১০ কিমি গভীরে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.২। ভারতীয় ও ইউরেশিয়ান এই দুই প্লেটের সংযোগস্থলের উপরে থাকার কারণে নেপাল বরাবরই অত্যন্ত ভূমিকম্প প্রবণ দেশ। এই ভূমিকম্পের একাধিক আফটারশকের আশঙ্কা করছে NCS। উল্লেখ্য, ২০১৫ সালের ৭.৮ রিখটার স্কেলের ভয়াবহ ভূমিকম্পে কাযর্ত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল নেপাল।
- Related topics -
- আন্তর্জাতিক
- নেপাল
- ভূমিকম্প
- ভূমিকম্প
- রিখটার স্কেল
- নেপাল পার্লামেন্ট