Visakhapatnam | চলছিল ভগবানের চন্দনোৎসব, হঠাৎ দেওয়াল ভেঙে পড়ে মৃত্যু ৮ ভক্তের

Wednesday, April 30 2025, 6:05 am
highlightKey Highlights

অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম জেলায় চন্দনোৎসবের অনুষ্ঠান চলাকালীন মর্মান্তিক ঘটনা। মন্দিরের ভিতরের দেওয়াল ভেঙে চাপা পড়ে মৃত্যু হলো আট ভক্তের।


বিশাখাপত্তনমে ভয়াবহ দুর্ঘটনা। মন্দিরের দেওয়াল পড়ে মৃত ৮, আহত আরও ৩। সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম জেলার বিখ্যাত শ্রী বরাহলক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরে। মঙ্গলবার রাত্রে বিগ্রহের চন্দনোৎসব চলছিল। একটি নবনির্মিত দেওয়ালের পাশে ৩০০ টাকার টিকিট কেটে বিগ্রহ দর্শন করছিলেন ভক্তরা। সিমহাচলম পাহাড়ে আচমকা মুষলধারে বৃষ্টিপাত এবং ঝোড়ো বাতাসে দেয়ালটি ভেঙে পড়ে। দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় পাঁচজন পুরুষ এবং তিনজন মহিলার। ঘটনাস্থল পর্যবেক্ষন করতে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File