Kali Puja 2025 | কালীপুজোয় জাতীয় সড়কে 'নো-এন্ট্রি', বারাসাতে ট্রাফিক নিয়ন্ত্রণে কড়া পুলিশ
Saturday, October 11 2025, 4:03 am
 Key Highlights
Key Highlightsকালীপুজোর সময় এলাকার ট্রাফিক-সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেশ কয়েকদফা নির্দেশিকা দেওয়া হয়েছে পুলিশের তরফে।
কালীপুজোর সময় এলাকার ট্রাফিক সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রস্তুতি নিয়ে শুক্রবার জেলা বারাসতের রবীন্দ্রভবনে একদফা বৈঠক সারলো জেলা পুলিশ। পুলিশ জেলার সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া জানিয়েছেন, আগামী ২০ থেকে ২৩ অক্টোবর দুপুর ২টো থেকে রাত ২টো পর্যন্ত অর্থাৎ ১২ ঘণ্টা ১২ নম্বর জাতীয় সড়কে থাকবে নো-এন্ট্রি। সমস্ত বড়ো পুজোগুলি জাতীয় সড়ক লাগোয়া তাই পুজোর সময় সড়কের পাশে স্টল বসানো যাবে না। দুর্ঘটনা এবং যানজট এড়াতে বারাসত ও মধ্যমগ্রাম শহরে ঢোকার চতুর্দিকে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

 
 