কয়লা কাণ্ডে এবার তদন্তে দুর্গাপুর পুলিশ কমিশনারেট, উদ্ধার হয়েছে প্রায় ১৫০ টন অবৈধ মজুত কয়লা

Saturday, February 6 2021, 1:45 am
highlightKey Highlights

কয়লা কাণ্ডে এবার তদন্ত শুরু করল দুর্গাপুর পুলিশ কমিশনারেটও। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ কয়লাকাণ্ডে সিবিআইয়ের সঙ্গে সমান্তরাল ভাবে তদন্ত শুরু করে সিআইডি। এরই মধ্যে দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে বেশ কয়েকটি জায়গায় অবৈধ কয়লার সন্ধানে তল্লাশি চালানো হয়। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে কুলটি থানার পুলিশ নিয়ামতপুর ও কুলটি এলাকা থেকে প্রায় ১৫০ টন অবৈধভাবে মজুত কয়লা উদ্ধার করে। শুক্রবার তারই তদন্তে নামল দুর্গাপুর কমিশনারেট। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। তবে এই বিপুল পরিমাণ কয়লা কোথা থেকে এল তা জানতে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File