শারদ উৎসব ২০২৪

Mahalaya 2024 | রাত পোহালেই দেবীপক্ষের সূচনা, তবে মহালয়ার সঙ্গে প্রত্যক্ষ যোগ নেই দুর্গাপুজোর: জানুন মহালয়ার গুরুত্ব ও অমাবস্যার সূচি

Mahalaya 2024 | রাত পোহালেই দেবীপক্ষের সূচনা, তবে মহালয়ার সঙ্গে প্রত্যক্ষ যোগ নেই দুর্গাপুজোর: জানুন মহালয়ার গুরুত্ব ও অমাবস্যার সূচি
Key Highlights

রাত পোহালেই মহালয়া (Mahalaya)। অর্থাৎ পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের সূচনা। তবে এই মহালয়া (Mahalaya) এর সঙ্গে কী আদৌ সম্পর্ক রয়েছে দুর্গাপূজার? এদিকে মহালয়ার দিন পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য তর্পণ ও শ্রাদ্ধ করা হয়।

রাত পোহালেই মহালয়া (Mahalaya)। অর্থাৎ পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের সূচনা। তবে এই মহালয়া (Mahalaya) এর সঙ্গে কী আদৌ সম্পর্ক রয়েছে দুর্গাপূজার? এদিকে মহালয়ার দিন পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য তর্পণ ও শ্রাদ্ধ করা হয়।  একটি পৌরাণিক বিশ্বাস রয়েছে যে কেউ যদি পিতৃদোষে ভুগে থাকেন তবে মহালয়া অমাবস্যা (Mahalaya Amavasya) এর দিনে অবশ্যই পিতৃপুরুষদের শ্রাদ্ধ তর্পণ নিবেদন করা উচিত। জেনে নেওয়া যাক মহালয়া, মহালয়া অমাবস্যার গুরুত্ব।

মহালয়ার গুরুত্ব :

 মহালয়া (Mahalaya) শব্দটির আক্ষরিক অর্থ হল মহান যে আলয় বা আশ্রয়। অর্থাৎ মহা+আলয় জুড়ে এই শব্দ। যদিও সন্ধির নিয়ম মেনে শব্দটি‘মহালয়’ হওয়ার কথা। বিশেষজ্ঞদের মতে, দেবীপক্ষের শুভ সূচনা হয় বলে শব্দটিকে স্ত্রীলিঙ্গ করে ‘মহালয়া’ বলা হয়। 'মহালয়া' শব্দের ক্ষেত্রে দেবী দুর্গাই হলেন, সেই মহান আলয়।

পুরাণ মতে, ব্রহ্মার বরে মহিষাসুর অমর হয়ে উঠেছিলেন। শুধুমাত্র কোনও নারীশক্তির কাছে তার পরাজয় নিশ্চিত ছিল। অসুরদের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ঠ, তখন ত্রিশক্তি ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর নারীশক্তির সৃষ্টি করেন। তিনিই মহামায়ারূপী দেবী দুর্গা। দেবতাদের দেওয়া অস্ত্র দিয়ে মহিষাসুরকে বধ করেন দুর্গা। সেইকারণে বিশ্বাস করা হয়, এই উৎসবে অশুভ শক্তির  বিনাশ করে শুভশক্তির প্রতিষ্ঠা হয়। রামায়ন অনুসারে, রাবণ বসন্তকালে দেবী দুর্গার পুজো শুরু করেন, যা বর্তমানে বাসন্তী পুজো নামে পরিচিত। শ্রীরামচন্দ্র পরবর্তীকালে শরৎকালে দুর্গাপুজোর আয়োজন করেন, যা অকালবোধন নামে পরিচিত। এরপর থেকেই যুগ যুগ ধরে শারদীয়া দুর্গাপুজো চলে আসছে। 

তবে মহালয়ার সঙ্গে দুর্গাপুজোর প্রত্যক্ষভাবে কোনও যোগ নেই। আসলে মহালয়া পিতৃপুরুষের উদ্দেশে শ্রদ্ধা জানানোর দিন। সারাবছর কোনও সময় তর্পণ না করলেও মহালয়ার তর্পণে সর্বসিদ্ধি বলে মনে করা হয়। পিতৃদোষ থেকে মুক্তি পেতে মহালয়া অমাবস্যায় পূর্বপুরুষের শ্রাদ্ধেরও খুব গুরুত্ব রয়েছে। পিতৃদোষ দূর করলে জীবনে উন্নতি, সুখ ও সমৃদ্ধি আসে। 

হিন্দু ক্যালেন্ডার অনুসারে, মহালয়া অমাবস্যা নবরাত্রির শুরু এবং পিতৃপক্ষের সমাপ্তি চিহ্নিত করে। বৈদিক ক্যালেন্ডার অনুসারে, এটি নবরাত্রির শুরু এবং পিতৃপক্ষের সমাপ্তি চিহ্নিত করে। আশ্বিন মাসের অমাবস্যা তিথি শুরু হবে ০১ অক্টোবর, ২০২৪এ রাত ০৯ টা ৩৮ মিনিটে। এই তিথি শেষ হবে ৩ অক্টোবর রাত ১২ টা ১৯ মিনিটে। এমন পরিস্থিতিতে সূর্যোদয়ের তিথি অনুযায়ী ০২ অক্টোবর মহালয়া অমাবস্যা (Mahalaya Amavasya) পালিত হবে।


Durga Puja 2024 | কন্যা সন্তানের আশায় শুরু হয় দূর্গাপুজো, পুরুলিয়ার এই গ্রামে দূর্গা মহিষাসুরমর্দিনী রূপে নয় মাতৃরূপে পূজিত হন
South Korea | সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র উন্মোচন করলো দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়ার ভূগর্ভস্থ বাঙ্কারগুলিতে পৌঁছাতে পারে এই ক্ষেপণাস্ত্র
Durga Puja 2024 | অষ্টমীতে দূর্গাকে ভোগে দেওয়া হয় আটটি গলদা চিংড়ি, গোলা বাড়ির পুজোয় একাধিক রীতি
East Bengal Coach | ইস্টবেঙ্গলের কোচের পদ থেকে পদত্যাগ করলেন কার্লেস কুয়াদ্রাত, টানা ব্যর্থতার পর দু’পক্ষের সম্মতিতে সিদ্ধান্ত
Israel-Lebanon | হিজবুল্লা প্রধানের মৃত্যুর পরও তীব্র হচ্ছে ইজরায়েলি সেনার আক্রমণ! রবিবারের হামলায় মৃত ১০৫, জখম ৩৫৯
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo