উৎসব ২০২৪

Mahalaya 2024 | রাত পোহালেই দেবীপক্ষের সূচনা, তবে মহালয়ার সঙ্গে প্রত্যক্ষ যোগ নেই দুর্গাপুজোর: জানুন মহালয়ার গুরুত্ব ও অমাবস্যার সূচি

Mahalaya 2024 | রাত পোহালেই দেবীপক্ষের সূচনা, তবে মহালয়ার সঙ্গে প্রত্যক্ষ যোগ নেই দুর্গাপুজোর: জানুন মহালয়ার গুরুত্ব ও অমাবস্যার সূচি
Key Highlights

রাত পোহালেই মহালয়া (Mahalaya)। অর্থাৎ পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের সূচনা। তবে এই মহালয়া (Mahalaya) এর সঙ্গে কী আদৌ সম্পর্ক রয়েছে দুর্গাপূজার? এদিকে মহালয়ার দিন পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য তর্পণ ও শ্রাদ্ধ করা হয়।

রাত পোহালেই মহালয়া (Mahalaya)। অর্থাৎ পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের সূচনা। তবে এই মহালয়া (Mahalaya) এর সঙ্গে কী আদৌ সম্পর্ক রয়েছে দুর্গাপূজার? এদিকে মহালয়ার দিন পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য তর্পণ ও শ্রাদ্ধ করা হয়।  একটি পৌরাণিক বিশ্বাস রয়েছে যে কেউ যদি পিতৃদোষে ভুগে থাকেন তবে মহালয়া অমাবস্যা (Mahalaya Amavasya) এর দিনে অবশ্যই পিতৃপুরুষদের শ্রাদ্ধ তর্পণ নিবেদন করা উচিত। জেনে নেওয়া যাক মহালয়া, মহালয়া অমাবস্যার গুরুত্ব।

মহালয়ার গুরুত্ব :

 মহালয়া (Mahalaya) শব্দটির আক্ষরিক অর্থ হল মহান যে আলয় বা আশ্রয়। অর্থাৎ মহা+আলয় জুড়ে এই শব্দ। যদিও সন্ধির নিয়ম মেনে শব্দটি‘মহালয়’ হওয়ার কথা। বিশেষজ্ঞদের মতে, দেবীপক্ষের শুভ সূচনা হয় বলে শব্দটিকে স্ত্রীলিঙ্গ করে ‘মহালয়া’ বলা হয়। 'মহালয়া' শব্দের ক্ষেত্রে দেবী দুর্গাই হলেন, সেই মহান আলয়।

পুরাণ মতে, ব্রহ্মার বরে মহিষাসুর অমর হয়ে উঠেছিলেন। শুধুমাত্র কোনও নারীশক্তির কাছে তার পরাজয় নিশ্চিত ছিল। অসুরদের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ঠ, তখন ত্রিশক্তি ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর নারীশক্তির সৃষ্টি করেন। তিনিই মহামায়ারূপী দেবী দুর্গা। দেবতাদের দেওয়া অস্ত্র দিয়ে মহিষাসুরকে বধ করেন দুর্গা। সেইকারণে বিশ্বাস করা হয়, এই উৎসবে অশুভ শক্তির  বিনাশ করে শুভশক্তির প্রতিষ্ঠা হয়। রামায়ন অনুসারে, রাবণ বসন্তকালে দেবী দুর্গার পুজো শুরু করেন, যা বর্তমানে বাসন্তী পুজো নামে পরিচিত। শ্রীরামচন্দ্র পরবর্তীকালে শরৎকালে দুর্গাপুজোর আয়োজন করেন, যা অকালবোধন নামে পরিচিত। এরপর থেকেই যুগ যুগ ধরে শারদীয়া দুর্গাপুজো চলে আসছে। 

তবে মহালয়ার সঙ্গে দুর্গাপুজোর প্রত্যক্ষভাবে কোনও যোগ নেই। আসলে মহালয়া পিতৃপুরুষের উদ্দেশে শ্রদ্ধা জানানোর দিন। সারাবছর কোনও সময় তর্পণ না করলেও মহালয়ার তর্পণে সর্বসিদ্ধি বলে মনে করা হয়। পিতৃদোষ থেকে মুক্তি পেতে মহালয়া অমাবস্যায় পূর্বপুরুষের শ্রাদ্ধেরও খুব গুরুত্ব রয়েছে। পিতৃদোষ দূর করলে জীবনে উন্নতি, সুখ ও সমৃদ্ধি আসে। 

হিন্দু ক্যালেন্ডার অনুসারে, মহালয়া অমাবস্যা নবরাত্রির শুরু এবং পিতৃপক্ষের সমাপ্তি চিহ্নিত করে। বৈদিক ক্যালেন্ডার অনুসারে, এটি নবরাত্রির শুরু এবং পিতৃপক্ষের সমাপ্তি চিহ্নিত করে। আশ্বিন মাসের অমাবস্যা তিথি শুরু হবে ০১ অক্টোবর, ২০২৪এ রাত ০৯ টা ৩৮ মিনিটে। এই তিথি শেষ হবে ৩ অক্টোবর রাত ১২ টা ১৯ মিনিটে। এমন পরিস্থিতিতে সূর্যোদয়ের তিথি অনুযায়ী ০২ অক্টোবর মহালয়া অমাবস্যা (Mahalaya Amavasya) পালিত হবে।


West Bengal govt | কেন্দ্রকে টেক্কা দিয়ে পুজোর আগেই রাজ্য সরকারি কর্মীদের বেতন দেওয়ার ঘোষনা মুখ্যমন্ত্রীর!
SSKM | SSKM-এ নতুন উডবার্ন ওয়ার্ডের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Imran Khan | জেলে মানবাধিকার লঙ্ঘন! মুক্তি পেতে রাষ্ট্রসংঘে দরবার করছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান
Ukraine | ৩৬১টি ড্রোন নিয়ে রাশিয়ার তৈল শোধনাগারে হামলা চালাল ইউক্রেন, পুড়ে ছাই ফ্যাক্টরি
Earthquake In Assam | অসম-সহ গোটা উত্তরবঙ্গ কাঁপলো ভূমিকম্পে, মৃদু কম্পন অনুভূত হল কলকাতাতেও
Krishnanagar | পিস্তলের সঙ্গে ঈশিতার জন্যে ব্রেসলেটও এনেছিল দেশরাজ, কৃষ্ণনগর হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর দাবি অভিযুক্তের
ড: সর্বপল্লী রাধাকৃষ্ণান এর জীবনী রচনা | Sarvepalli Radhakrishnan Biography, Quotes, Photos in Bengali