Gopalganj Violence | গোপালগঞ্জ অশান্তির ঘটনায় বাড়লো কার্ফুর মেয়াদ, আসামি তালিকায় নাম ছাত্র নেতা সহ ৫৭৫ জনের!

Friday, July 18 2025, 5:44 pm
highlightKey Highlights

গোপালগঞ্জের অশান্তির ঘটনায় ৫৭৫ জনকে মামলার আসামি করা হয়েছে। রয়েছে ছাত্র লিগের বহু নেতার নামও।


বুধবার বাংলাদেশের গোপালগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রদের রাজনৈতিক দল 'জাতীয় নাগরিক পার্টি' এবং 'আওয়ামি লিগ' সমর্থকদের সংঘর্ষে মৃত্যু হয়েছে ৪ জনের। লং মার্চের ডাক দিয়েছেন শেখ হাসিনা শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে নতুন করে কার্ফু জারি হয়েছে। গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান জানিয়েছেন, শনিবার সকাল ৬টা পর্যন্ত কার্ফু কার্যকর থাকবে। গোপালগঞ্জের অশান্তির ঘটনায় ৫৭৫ জনকে মামলার আসামি করা হয়েছে। রয়েছে ছাত্র লিগের বহু নেতার নামও। শুক্রবার সকাল অবধি ৪৫ জনকে আটক করেছে বাংলাদেশের পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File