খেলাধুলা

বর্ণবিদ্বেষের ছায়া ভারতীয় ফুটবলে, ডুরান্ড কাপের মাঝেই মারাত্মক অভিযোগ সুনীল ছেত্রীর দলের

বর্ণবিদ্বেষের ছায়া ভারতীয় ফুটবলে, ডুরান্ড কাপের মাঝেই মারাত্মক অভিযোগ সুনীল ছেত্রীর দলের
Key Highlights

বর্ণ বিদ্বেষ বা বর্ণ বিদ্বেষমূলক মন্তব্যকে ফিফা শক্ত হাতে দমন করে। বর্ণ বিদ্বেষের কোনও স্থান নেই ফুটবল জগতে।

ভারতীয় ফুটবলে ফুটবল বা ক্রিকেট মাঠে বর্ণ বিদ্বেষের তেমন খবর সামনে আসে না কিন্তু ডুরান্ড কাপে বেঙ্গালুরু এফসি এবং ভারতীয় বায়ু সেনার মধ্যে আয়োজিত ম্যাচে আর্মড ফোর্সের এক ফুটবলারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বর্ণ বিদ্বেষমূলক মন্তব্যের।

মঙ্গলবার কিশোর ভারতী স্টেডিয়ামে আইএসএল-এর হাইপ্রোফাইল দল মুখোমুখি হয়েছিল ভারতীয় বাযু সেনার। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষকে হারাতে একেবারেই বিপাকে পড়তে হয়নি সুনীল ছেত্রীর দলকে। এই ম্যাচেই বায়ু সেনার এক ফুটবলার বাগিচা শহরের দলটির এক ফুটবলারের উদ্দেশ্য বর্ণ বিদ্বেষ মূলক মন্তব্য করেন। সংশ্লিষ্ট ওই ফুটবলারের নাম সর্বসমক্ষে না আনলেও বেঙ্গালুরু এফসি এই নিয়ে উপযুক্ত জায়গায় নালিশ জানিয়েছে।

ভারতীয় ফুটবলে বর্ণ বিদ্বেষ সম্পর্কিত সদ্য ঘটে যাওয়া এই ঘটনা সমানে আসে যখন একটি রিলিজ টুইট করে পার্থ জিন্দালের ক্লাবটুইটারে বলা হয়েছে, "মঙ্গলবার বিকেলে আমাদের এক ফুটবলারকে বিপক্ষের তরফে বর্ণবিদ্বেষী মন্তব্য করা হয়েছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। আমাদের বার্তা খুব স্পষ্ট- ফুটবল সবার জন্য। এখানে ভেদাভেদের কোনও জায়গা নেই ফুটবল সবার জন্য। এই বার্তাই আমরা দিতে চাই।' বেঙ্গালুরু এফসি'র হয়ে এই ম্যাচে মোট চারটি গোল করেন, সেগুলি হল রয় কৃষ্ণ, সুনীল ছেত্রী, ফয়জল আলি এবং শিব শক্তি।