‘দুয়ারে রেশন’ প্রকল্প চালু হলো বীরভূমে, খাদ্যসামগ্রী বিতরণ করা হয় প্রতিটি পাড়ায় ক্যাম্প তৈরি করে

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এবারের বিধানসভা ভোটে জেতার পর রাজ্যে আরও একটি নতুন প্রকল্প আসতে চলেছে যার নাম 'দুয়ারে রেশন’। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী এবার সেই প্রকল্প চালু করা হলো। রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি 'দুয়ারে রেশন’ কর্মসূচি শুরু করা নিয়ে গত মঙ্গলবার রাজ্য খাদ্যভবনে জরুরি বৈঠক করেন। সিদ্ধান্ত নেওয়া হয় প্রথমে পাইলট প্রজেক্ট হিসাবে এই কর্মসূচি রাজ্যের ২৮টি জায়গায় শুরু করা হবে। দুয়ারে রেশন হওয়া সত্বেও এই রেশন সরাসরি আপনার বাড়ির দুয়ারে পৌঁছাবেনা, নিজস্ব পাড়ার ক্যাম্প থেকে রেশন সামগ্রী সংগ্রহ করতে হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File