Donald Trump | প্রেসিডেন্ট হয়েও যৌন কেলেঙ্কারি মামলায় স্বস্তি মিললো না! ট্রাম্পের রায় খারিজের আবেদন নাকচ
দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েও যৌন কেলেঙ্কারি মামলায় স্বস্তি পেলেন না ডোনাল্ড ট্রাম্প।
দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েও যৌন কেলেঙ্কারি মামলায় স্বস্তি পেলেন না ডোনাল্ড ট্রাম্প। সোমবার মার্কিন এক বিচারক রায় দিয়ে বলেন, যৌন কেলেঙ্কারি ধামাচাপা দিতে নথি জালিয়াতির দায়ে ডোনাল্ড ট্রাম্পের দোষী সাব্যস্ত হওয়া উচিত। এদিকে ট্রাম্পের বিরুদ্ধে জালিয়াতি সংক্রান্ত মামলার রায় খারিজের আবেদন করা হয়েছিল। তবে সেই আবেদন নাকচ করে দিয়েছেন বিচারক। উল্লেখ্য, ২০১৬ সালে পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় মোট ৩৪টি অভিযোগের সবকটিতেই দোষী সাব্যস্ত হন ট্রাম্প।