Trump | রাশিয়া-ইউক্রেনের মধ্যস্থতায় থাকবেন না ট্রাম্প! এবার মুখোমুখি বৈঠক করবেন পুতিন-জেলেনস্কি?

ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় সরাসরি অংশগ্রহণ থেকে সরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় সরাসরি অংশগ্রহণ থেকে সরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানা গিয়েছে, ট্রাম্প চান মার্কিন মধ্যস্থতায় শীর্ষ সম্মেলনে যোগদানের আগে রাশিয়া এবং ইউক্রেনের নেতারা একান্তে দেখা করুক। আর সেই মধ্যস্থতায় থাকতে চাইছেন না মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প জানিয়েছেন, ইতিমধ্যে রাশিয়া ইউক্রেনের দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বৈঠক নিয়ে ফোনে পুতিনের সঙ্গে প্রায় ৪০ মিনিট কথা বলেছেন তিনি। যথেষ্ট ইতিবাচক আলোচনা হয়েছে বলেই সূত্রের খবর।