Donald Trump | 'ভারতের সঙ্গে বাণিজ্য নিয়ে আলোচনা নয়', বিশ বাঁও জলে ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ!

বাণিজ্য নিয়ে ভারতের সঙ্গে কোনও আলোচনা হবে না বলে জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রাশিয়ার থেকে তেল আমদানি করার 'শাস্তি' হিসেবে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা। যার ফলে ভারতের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক চাপলো। ২১ দিন পর থেকে কার্যকর হবে ভারতের এই নয়া শুল্কহার। এবার বাণিজ্য নিয়ে ভারতের সঙ্গে কোনও আলোচনা হবে না বলে জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যতদিন না শুল্ক নিয়ে সমস্যার সমাধান হয় ততদিন আলোচনার পক্ষপাতী নন মার্কিন প্রেসিডেন্ট। অর্থাৎ ভারত আমেরিকা বাণিজ্য চুক্তির ভবিষ্যৎও এখন বিশ বাঁও জলে।