Gulf of America | 'গাল্ফ অফ মেক্সিকো' নয়, ‘গাল্ফ অফ আমেরিকা’!মেক্সিকো উপসাগরের নাম বদলে দিলেন ট্রাম্প!

আমেরিকার দক্ষিণে এবং মেক্সিকোর পূর্ব দিকে থাকা এই উপসাগরের নাম দেওয়া হয়েছে ‘গাল্ফ অফ আমেরিকা’।
দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্টের গদিতে বসার পর একের পর এক শোরগোল ফেলা সিদ্ধান্ত নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এবার গাল্ফ অফ মেক্সিকো বা মেক্সিকো উপসাগরের নাম বদলে দিলেন তিনি। আমেরিকার দক্ষিণে এবং মেক্সিকোর পূর্ব দিকে থাকা এই উপসাগরের নাম দেওয়া হয়েছে ‘গাল্ফ অফ আমেরিকা’।এই নাম পরিবর্তন কার্যকর করতে ইউএস সেক্রেটারি অফ দ্য ইনটেরিয়রকে ৩০ দিন সময় দেওয়া হয়েছে। তবে মার্কিন কোস্ট গার্ড ইতিমধ্যেই নতুন নামের ব্যবহার শুরু করে দিয়েছে। ৯ ফেব্রুয়ারি তারিখকে ‘গাল্ফ অফ আমেরিকা ডে’ হিসাবে চিহ্নিতও করেছে ট্রাম্প প্রশাসন।