Thought of the day - A.P.J. Kalam

Tuesday, November 16 2021, 11:02 am
highlightKey Highlights

দেশের ১১তম রাষ্ট্রপতি তথা এ.পি.জে.আব্দুল.কালামের পুরো নাম হল আবুল ফাকির জৈনুদ্দিন আব্দুল কামাল। ১৯৩১ সালে ১৫ই অক্টোবর তিনি তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেন।


হাসুন আর নিজের জীবনকে করে তুলুন আরও প্রাণবন্ত! 

“হাসি হল বিদ্যুৎ এবং জীবন হল ব্যাটারি, যখনই আপনি হাসবেন ব্যাটারি চার্জ হয়ে যায় এবং একটি সুন্দর দিন সক্রিয় হয়” -

~ এ.পি.জে.আব্দুল.কালাম

সার কথা ~ হাসি ই হল জীবনকে সুস্থ রাখার সবথেকে বড় ঔষধ । আপনি হাসলে; পৃথিবী ও হাসবে ।

তাই নিজের স্বতঃস্ফূর্ত আবেগের বহিঃপ্রকাশ ঘটান ; শরীর আর মনের দিক থেকে ভালো থাকতে এবং অন্যকে ভাল রাখতে হাসার কোনও বিকল্প হয় না ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File