PV Sindhu | ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু
Friday, August 29 2025, 5:19 pm

BWF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের শেষ আটের ম্যাচে পুত্রি কুসুম ওয়ারদানির কাছে ২-১ সেটে পরাস্ত হলেন পিভি সিন্ধু।
কোয়ার্টার ফাইনালে BWF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের শেষ আটের ম্যাচে পরাস্ত হলেন পিভি সিন্ধু। পুত্রি কুসুম ওয়ারদানির কাছে ১৪:২১, ২১:১৩, ১৬:২১ এ পরাস্ত হলেন তিনি। ডিসাইডিং ম্যাচে টানা চার পয়েন্ট জিতে ২১ এ পৌঁছে সেমি ফাইনালে পৌঁছে যান পুত্রি। ফলে সিন্ধু ছিটকে গেলেন ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ থেকে। এই ম্যাচ জিততে পারলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ষষ্ঠ পদক জিততে পারতেন পিভি সিন্ধু। ২০২১ সালের পর প্রথমবার সিন্ধু ওয়ার্ল্ড চ্যাম্পিয়শিপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন। তবে শেষরক্ষা হলো না।