অল্প সময়ে ক্রিপ্টোকারেন্সি কিভাবে আপনাকে ধনী বানাতে সক্ষম, জানেন কি আপনি? । Everything about Cryptocurrency explained in Bengali

Thursday, December 2 2021, 5:29 am
highlightKey Highlights

সম্প্রতি ভারত-সহ গোটা বিশ্বের আলোচ্য বিষয় হল ভার্চুয়াল মুদ্রা অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি (Cryptocurrency)। কিন্তু কী এই ক্রিপ্টোকারেন্সি, জেনে নেওয়া যাক।


টেসলার (Tesla) সিইও এলন মাস্ক-সহ গোটা বিশ্বজুড়ে অনেক বিশিষ্টজন রয়েছেন যাঁরা এই ক্রিপ্টো মার্কেট বা ভার্চুয়াল মুদ্রা নিয়ে ব্যাপকভাবে আগ্রহী রয়েছেন, আবার এমন অনেক মানুষও আছেন যাঁরা এই মুদ্রা থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন।

টেসলার  সিইও এলন মাস্ক
টেসলার  সিইও এলন মাস্ক

কবে থেকে ক্রিপ্টোকারেন্সি শুরু হয়? | When did cryptocurrency start?

Trending Updates

জাপানের একজন ইঞ্জিনিয়ার সাতোশি নাকামোতো (Satoshi Nakamoto) ২০০৯ সালে ক্রিপ্টোকারেন্সি তৈরী করেছিলেন। বর্তমানে বিশ্ব জুড়ে ১,০০০টিরও বেশি ক্রিপ্টোকারেন্সি রয়েছে। বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি হল বিটকয়েন (Bitcoin) এবং এর সাথেই ক্রিপ্টোকারেন্সির নামটি প্রকাশ্যে আসে।

ক্রিপ্টোকারেন্সির প্রতিষ্ঠাতা সাতোশি নাকামোতো
ক্রিপ্টোকারেন্সির প্রতিষ্ঠাতা সাতোশি নাকামোতো

ক্রিপ্টোকারেন্সি কী? | What is Cryptocurrency?

বিভিন্ন ধরণের জটিল অ্যালগোরিদম, ব্লক এবং ক্রিপ্টোগ্রাফি ইত্যাদি সঠিক নিয়মে অনুসরণ করেই ভার্চুয়াল মুদ্রা বানাতে হয়। ক্রিপ্টোকারেন্সি হল এক রকমের ডিজিটাল কারেন্সি তথা ভার্চুয়াল মুদ্রা। তবে এই ভার্চুয়াল মুদ্রা কোনও সরকার বা রাষ্ট্র উৎপাদন বা সরবরাহ করে না। সম্প্রতি, ক্রিপ্টোকারেন্সিগুলি বিশ্বের বিভিন্ন দেশে অনলাইন শপিং সংস্থানে ব্যবহৃত হয়। প্রতিটি দেশের নিজস্ব কারেন্সি যেমন টাকা, রুপি, ইউরো, ডলার, পাউন্ড ইত্যাদি রয়েছে, সেগুলির সঙ্গে আমরা সকলেই কমবেশি পরিচিত, কিন্তু ক্রিপ্টোকারেন্সি এদের থেকে বেশ কিছুটা আলাদা। জনগণ এটিকে নিজের সম্পত্তি হিসাবেই ব্যবহার করতে পারেন, তবে এর জন্য নির্দিষ্ট কোনও ব্যাঙ্ক বা এটিএম (ATM) নেই।

 কীভাবে ক্রিপ্টোকারেন্সি কাজ করে? | How does cryptocurrency work?

ক্রিপ্টোকারেন্সি, ব্লকচেইন (Blockchain)-এর মাধ্যমে কাজ করে। গোটা পৃথিবীর শক্তিশালী কম্পিউটারগুলি এটি পর্যবেক্ষণ করে, একে বলা হয় ক্রিপ্টোকারেন্সি মাইনিং (Crypto Mining)। ব্লকচেইনের কারণে, ভার্চুয়াল মুদ্রার লেনদেনগুলি খুব নির্ভরযোগ্য হয়ে ওঠে এবং সেখানে কোনও তৃতীয় পক্ষ যেমন ব্যাঙ্ক বা কোনও আর্থিক প্রতিষ্ঠান ইত্যাদির প্রয়োজন হয় না। পাশাপাশি এনক্রিপটেড লেজার সব লেনদেনকে ঝুঁকিপূর্ণ হওয়া থেকে নিয়ন্ত্রণ করে। এখানে Binance, coinbase, WazirX, Coinone, crypto.com সহ আরও অনেকগুলি বড় ক্রিপ্টো এক্সচেঞ্জ রয়েছে।

ব্লকচেইন 
ব্লকচেইন 

ভারতে ক্রিপ্টোকারেন্সি মার্কেট | Cryptocurrency market in India

কয়েকটি প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ভারতে মোট ৪০ লক্ষ মানুষ ক্রিপ্টোকারেন্সিগুলিতে বিনিয়োগ করেছেন। বিনিয়োগের মোট মূল্য প্রায় ১০০ বিলিয়নের মতো। গত বছর অর্থাৎ ২০২০ সালে, ক্রিপ্টো বাজারে মোট ১৭৩ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছিল। ভারতে জনপ্রিয় ক্রিপ্টো এক্সচেঞ্জগুলি হল কয়েনসুইচ (Coinswitch), কয়েন ডিসিএক্স (CoinDCX), ওয়াজির এক্স (WazirX)। এর মাধ্যমে বিটকয়েন সহ অনেক বড় মুদ্রা দিয়ে ব্যবসা করা হয়।

ভারতে ক্রিপ্টোকারেন্সি মার্কেট
ভারতে ক্রিপ্টোকারেন্সি মার্কেট

প্রধান ক্রিপ্টোকারেন্সি | Names of major cryptocurrencies:

  1. বিটকয়েন - বিটিসি (Bitcoin-BTC)
  2. ইথেরিয়াম-এটিএইচ (Ethereum-ETH)
  3. দোগেকয়েন (Dogecoin)
  4. কার্ডানো-এডিএ (Cardano-ADA)

ক্রিপ্টোকারেন্সির সুবিধা | Advantages of crypto currency:

ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগের জন্য বেশ ভালো, কারণ এর রিটার্নগুলি খুব ভালো। তাছাড়া ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগের জন্য কোনো ব্যাঙ্কের প্রয়োজন হয় না। 

ক্রিপ্টোকারেন্সি একটি ডিজিটাল মুদ্রা। এতে জালিয়াতি এবং হ্যাক করা প্রায় অসম্ভব। 

ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে গোটা বিশ্বে লেনদেন করা যায়। এর ক্ষেত্রে ওয়ালেট থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে সর্বোচ্চ ১০ মিনিট সময় লাগে।

ক্রিপ্টোকারেন্সির সুবিধা
ক্রিপ্টোকারেন্সির সুবিধা



পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File