Asian U-15 | ৩ চিনাকে হারিয়ে অনূর্ধ্ব-১৫ এশিয়ান চ্যাম্পিয়ন! ইতিহাস গড়লেন ভারতের দিব্যাংশী!

Wednesday, July 2 2025, 7:30 am
highlightKey Highlights

৩৬ বছরে প্রথমবার অনূর্ধ্ব ১৫ মেয়েদের একক মহাদেশীয় শিরোপা জিতলো ভারত।


৩৬ বছরে প্রথমবার অনূর্ধ্ব ১৫ মেয়েদের একক মহাদেশীয় শিরোপা জিতলো ভারত। উজবেকিস্তানের তাসখন্দে আয়োজিত এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৫ এ চিনকে হারিয়ে ইতিহাস গড়লেন দিব্যাংশী ভৌমিক। ১৪ বছর বয়সি দিব্যাংশী দ্বিতীয় বাছাই ফাইনালে হারান চিনের ঝু কিহিক সহ আরও দুজনকে। খেলার স্কোর ৪:২। এই টুর্নামেন্ট জিতে বিশ্ব ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করেছেন দিব্যাংশী। এর আগে ১৯৮৯ সালে নয়াদিল্লিতে আয়োজিত এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে এই সাফল্য অর্জন করেছিলেন সুব্রহ্মণ্যম ভুবনেশ্বরী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File