Women Alimony । বিবাহবিচ্ছিন্না মুসলিম মহিলারাও চাইতে পারেন খোরপোশ! ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের!
Wednesday, July 10 2024, 7:35 am
Key Highlights
বিবাহবিচ্ছেদ হলে হিন্দু মহিলাদের মতোই মুসলিম মহিলারাও স্বামীর কাছে দাবি করতে পারবেন খোরপোশের জন্য।
বিবাহবিচ্ছেদ হলে হিন্দু মহিলাদের মতোই মুসলিম মহিলারাও স্বামীর কাছে দাবি করতে পারবেন খোরপোশের জন্য। বুধবার বিচারপতি বি ভি নাগারত্ন ও বিচারপতি অগাস্টাইন জর্জ মাসিহর বেঞ্চ সুপ্রিম করতে এই রায় দিলেন। সূত্রের খবর,বেঞ্চের তরফে জানানো হয়েছে, মুসলিম মহিলা আইন ১৯৮৬ ধর্মনিরপেক্ষ আইনের চেয়ে বেশি প্রাধান্য পাবে না। তবে একজন পুরুষ তাঁর বিবাহবিচ্ছিন্না স্ত্রীকে খোরপোশ দিতে বাধ্য, যতক্ষণ না তাঁর ফের বিয়ে হচ্ছে বা তিনি উপার্জনক্ষম হচ্ছেন।
- Related topics -
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত
- আদালত
- ভারত